২৮০ সহকারী লোকো মাস্টার নেবে রেলওয়ে

‘সহকারী লোকো মাস্টার (গ্রেড-২)’ পদে নিয়োগপ্রাপ্তরা জাতীয় বেতন স্কেলের (২০১৫) ১৭তম গ্রেডে মাসে বেতন পাবেন ৯,০০০-২১,৮০০ টাকা। রাজস্বভুক্ত স্থায়ী এই পদে আবেদনের শেষ সময় ৬ মার্চ ২০২২ বিকেল ৫টা। পাবনা ও লালমনিরহাট জেলা ছাড়া সব জেলার প্রার্থীই আবেদনের সুযোগ পাবেন। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী এবং রেলওয়ে পোষ্য কোটায় সব জেলার প্রার্থীই আবেদন করতে পারবেন।

এইচএসসি (বিজ্ঞান) পাসেই আবেদন
এইচএসসি (বিজ্ঞান) বা সমমানের পরীক্ষায় পাস হলেই আবেদন করা যাবে। প্রার্থীর বয়স (১৫ জানুয়ারি ২০২২ তারিখের হিসাবে) হতে হবে

১৮-৩০ বছরের মধ্যে। বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সরকারি বিধি অনুযায়ী বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর।

মৌখিক পরীক্ষায় করণীয়
মৌখিক পরীক্ষার সময় সব সনদের মূল কপিসহ এক সেট সত্যায়িত কপি জমা দিতে হবে। পূরণকৃত অ্যাপ্লিকেশন ফরমসহ এই অ্যাপ্লিকেশন ফরমের এক সেট ফটোকপি দাখিল করতে হবে। জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণ হিসেবে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/পৌরসভা মেয়র/সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদ, জাতীয় পরিচয়পত্রের মূল কপি জমা দিতে হবে। কোটা প্রার্থীদের সংশ্লিষ্ট ক্ষেত্রে প্রযোজ্য সনদ বা কাগজপত্র জমা দিতে হবে (বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি দেখুন)।

আবেদন অনলাইনে

kalerkantho
আবেদন করতে হবে http://br.teletalk.com.bd ওয়েবসাইট থেকে। অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দিতে হবে ৩০ জানুয়ারি সকাল ১০টা থেকে ৬ মার্চ ২০২২ বিকেল ৫টার মধ্যে। অনলাইনে আবেদন ফরম পূরণের সময় দরকারি তথ্যের পাশাপাশি প্রার্থীর ছবি (দৈর্ঘ্য ৩০০ ও প্রস্থ ৩০০ পিক্সেল) ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ ও প্রস্থ ৮০ পিক্সেল) আপলোড করে দিতে হবে। ছবির সাইজ সর্বোচ্চ ১০০ কিলোবাইট ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ৬০ কিলোবাইট হতে হবে। অনলাইনে আবেদনপত্র সাবমিট করার ৭২ ঘণ্টার মধ্যে এই ফি দিতে হবে।

ফি দেওয়া যাবে এসএমএসে
প্রার্থী নির্ভুলভাবে অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পর একটি ইউজার আইডি, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি ‘অ্যাপ্লিকেন্ট কপি’ পাবেন। এই কপি ডাউনলোড করে সম্ভব হলে প্রিন্ট করে রাখার চেষ্টা করবেন। অ্যাপ্লিকেন্ট কপিতে উল্লেখ করা ‘ইউজার আইডি’ ব্যবহার করে প্রার্থী টেলিটক প্রিপেইড সংযোগ থেকে দুটি এসএমএস পাঠিয়ে পরীক্ষার ফি ৫৬ টাকা (সার্ভিস চার্জসহ) জমা দিতে পারবেন।

দুই ধাপে এসএমএস পাঠিয়ে আবেদন/নিয়োগ পরীক্ষাসংক্রান্ত ফি জমা দিতে হবে।

♦ প্রথম এসএমএস : BR<Space>User ID লিখে সেন্ড করতে হবে ১৬২২২ নম্বরে।

উদাহরণ : BR ABCDEF & Send to 16222 (ABCDEF-এর পরিবর্তে Applicant কপিতে পাওয়া User ID নম্বর বসাতে হবে)।

Reply : Applicant’s Name, TK 56 Will be charged as application fee.Your PIN is 123456.

♦ দ্বিতীয় এসএমএস : To pay fee, BR < Space > Yes < Space > PIN লিখে Send করতে হবে ১৬২২২ নম্বরে। উদাহরণ : BR Yes 123456 & Send to 16222. (123456 এর স্থলে PIN নম্বর বসাতে হবে)।

ফিরতি এসএমএস : Congratulations Applicant’s Name, Payment completed successfully for…  Application for Post XXXXXXXX Used ID is ( ABCDEF )  and Password  (XXXXXXX).

♦ প্রবেশপত্র : প্রবেশপত্র পাওয়ার বিষয়টি http://br.teletalk.com.bd ওয়েবসাইট এবং যোগ্য প্রার্থীর মোবাইলে এসএমএসের মাধ্যমে যথাসময়ে জানিয়ে দেওয়া হবে। এসএমএসে পাঠানো User Id ও Password ব্যবহার করে লিখিত পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। প্রবেশপত্র প্রিন্ট (সম্ভব হলে রঙিন) করে রাখবেন।

kalerkantho