২৬ রানেই ৫ উইকেট নেই ভারতের

সিল্কসিটিনিঊজ ডেস্ক: গোলাপি বলে ম্যাচটা বিস্বাদ হয়ে ঠেকছে ইংল্যান্ডের।  বিশ্বের সবচেয়ে স্টেডিয়ামে অভিষেকটা একেবারেই ভালো হয়নি ইংল্যান্ডের। বলতে গেলে ডে-নাইট টেস্টে ইংল্যান্ডকে গোলাপি দুঃস্বপ্ন উপহার দিল ভারত।

বুধবার আহমেদাবাদে শুরু হওয়া সিরিজের তৃতীয় টেস্টে টস জিতে ব্যাটিংয়ে নেমে অক্ষর প্যাটেলের স্পিন বিষে নীল হয়ে মাত্র ১১২ রানে গুটিয়ে যায় ইংল্যান্ডের প্রথম ইনিংস।

ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টেই মাত্র ৩৮ রানে ৬ উইকেট শিকার করেছেন স্পিনার অক্ষর প্যাটেল।  তার গোলাপি ঘূর্ণি জাদুতে রীতিমতো কুপোকাত সফরকারীরা।

তবে কিছুটা হলেও খেলায় ফিরেছে ইংলিশরা।  স্বাগতিকদের অবস্থাও প্রায় একইরকম। আগের দিন ৯৯ রানে ৩ উইকেট হারিয়ে ফেলা ভারত দলে ব্যাটিং বিপর্যয় ঘটেছে।

দ্বিতীয় দিনে নেমে ২৬ রান যোগ করতেই আরও ৫ উইকেট হারিয়েছে ভারত।  ভারতের এই দুর্দশার জন্য একমাত্র দায়ী স্লো লেফট আর্ম অর্থডক্স বোলার জ্যাক লিচ ও ডানহাতি অফব্রেক বোলার জো রুট।

এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে ৭ রানে অজিঙ্কা রাহানেকে ফেরান লিচ।

এরপর লিচের শিকার এখন পর্যন্ত ভারতের ইনিংসের সর্বোচ্চ রান সংগ্রাহক রোহিত শর্মা।  লিচের আরেকটি এলবিডব্লিউয়ের আবেদনে সাড়া দেন আম্পায়ার। আউট হওয়ার আগে রোহিতের ব্যাট থেকে আসে ৯৫ বলে ৬৬ রানের ইনিংস।

রোহিত আউটের পরের ওভারের প্রথম বলেই সাজঘরের পথে হাটেন ঋষভ পন্ত। রুটের বলে আউট হওয়ার আগে মাত্র এক রান জমা করতে পারেন ঋষভ।

নিজের পরের ওভারেই স্পিন অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরকে ফেরান রুট। ৫ বল টিকে রানের খাতাই খুলতে পারেননি সুন্দর।

এর পরের ওভারে ফের ভারত শিবিরে রুটের আঘাত। এবার ফেরালেন টেলএন্ডার অক্ষয় প্যাটেলকে। অক্ষয়ও গোল্ডেন ডাক মেরে বিদায় নেন।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিজেদের প্রথম ইনিংসে ভারতের সংগ্রহ ৪৬ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১৩১ রান। অর্থাৎ ১৯ রানের লিড ভারতের। উইকেট ধরে খেলছেন স্পিনজাদুকর রবিচন্দ্র অশ্বিন। ২৬ বলে ১৬ রানে অপরাজিত তিনি। তাকে সঙ্গ দিচ্ছেন শততম টেস্ট খেলতে নামা ইশান্ত শর্মা। লিডকে অশ্বিন শেষতক কতোতে নিয়ে ঠেকান তাই দেখার বিষয় এখন।

এর আগে দলের ১১২ রানের মধ্যে ওপেনার ক্রলি একাই করেছেন ৫৩। এছাড়া দুই অঙ্ক ছুঁতে পারেন শুধু অধিনায়ক রুট (১৭), বেন ফোকস (১২) ও জফরা আর্চার (১১)। বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামের প্রথম টেস্টে ইংল্যান্ডের নাটকীয় ব্যাটিং ধসের আগে হয়েছে আরেক নাটক। ম্যাচের আগে সরদার প্যাটেলের নাম বদলে ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামে স্টেডিয়ামের নতুন নাম করা হয়।

ইংল্যান্ড প্রথম ইনিংস –১১২ (জ্যাক ক্রলি ৫৩, রুট ১৭, বেন ফোকস ১২, আর্চার ১১। অক্ষর প্যাটেল ৬/৩৮, অশ্বিন ৩/২৬)।

ভারত প্রথম ইনিংস – ১৩১/৮ (রোহিত ৬৬, কোহলি ২৭। জ্যাক লিস ৪/৪৫, জো রুট ৩/৫)

সূত্র: যুগান্তর