মঙ্গলবার , ৬ সেপ্টেম্বর ২০১৬ | ২৫শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

২০ ওভারে ২৬৩ রান!

Paris
সেপ্টেম্বর ৬, ২০১৬ ১০:৪০ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

ওয়ানডেতে ২৬৩ রান বেশ ভালো সংগ্রহ। আর যদি ২০ ওভারেই উঠে যায় ২৬৩ রান! চোখ তো কপালে উঠবেই। আজ শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে এই বিশাল সংগ্রহের সুবাদে রেকর্ড গড়েছে অস্ট্রেলিয়া। টি-টোয়েন্টিতে এটাই সর্বোচ্চ দলীয় স্কোর।

 

কয়েকদিন আগে পাকিস্তানের বিপক্ষে ৪৪৪ রান করে ওয়ানডেতে সর্বোচ্চ ইনিংসের রেকর্ড গড়েছিল ইংল্যান্ড। আর আজ টি-টোয়েন্টিতে ব্যাট হাতে ঝড় তুলল অস্ট্রেলিয়া, ভেঙে দিল শ্রীলঙ্কার রেকর্ড। টি-টোয়েন্টিতে ২৬০ রানের আগের রেকর্ডটি ছিল শ্রীলঙ্কানদের দখলে। ২০০৭ বিশ্বকাপে কেনিয়ার বিপক্ষে এই রেকর্ড গড়েছিল তারা।

 

পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেটে স্টেডিয়ামে অস্ট্রেলিয়াকে রান-পাহাড়ে নিয়ে যাওয়ার সিংহভাগ কৃতিত্ব গ্লেন ম্যাক্সওয়েলের। এমনিতে মিডল অর্ডার ব্যাটসম্যান হলেও আজ তিনি খেলতে নেমেছিলেন ওপেনার হিসেবে। আর শুরু থেকেই তাঁর ব্যাটের তাণ্ডবে দিশেহারা হয়ে গেছে শ্রীলঙ্কা।

 

মাত্র ৬৫ বলে ১৪৫ রানে অপরাজিত ম্যাক্সওয়েলের অসাধারণ ইনিংসটা গড়ে উঠেছে ১৪টি চার ও ৯টি বিশাল ছক্কায়। টি-টোয়েন্টিতে এটা দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। এই রেকর্ডও এক অস্ট্রেলীয়র অধিকারে। ইংল্যান্ডের বিপক্ষে ১৫৬ রান করে রেকর্ডটা গড়েছিলেন অ্যারন ফিঞ্চ।

 

ম্যাক্সওয়েল ছাড়াও ব্যাট হাতে নামা অস্ট্রেলিয়ার বাকি তিন ব্যাটসম্যানও ঝড় তুলেছেন আজ। দলকে বিশাল সংগ্রহ এনে দিতে ট্র্যাভিস হেড (১৮ বলে ৪৫), উসমান খাজা (২২ বলে ৩৬) আর অধিনায়ক ডেভিড ওয়ার্নারের (১৬ বলে ২৮) অবদানও কম নয়।

সূত্র: এনটিভি

সর্বশেষ - খেলা