২০২২ সংবাদপত্র স্বাধীনতা সূচকে দক্ষিণ এশিয়ার অবনতি

সিল্কসিটিনিউজ ডেস্কঃ

রিপোর্টার্স উইদাউট বর্ডারস এর ২০২২ সালের বিশ্ব সংবাদপত্র স্বাধীনতা সূচকে দক্ষিণ এশীয় দেশগুলোর প্রায় সবার অবনতি ঘটেছে। মঙ্গলবার প্রকাশিত প্রতিবেদন অনুসারে, বাংলাদেশ তালিকার ১৮০টি দেশের মধ্যে ১৬২তম স্থানে রয়েছে। গত বছর বাংলাদেশের অবস্থান ছিল ১৫২তম। এদিকে ভারত ১৪২তম থেকে আট ধাপ নেমে ১৫০ তম অবস্থানে এসেছে।

নরওয়ে টানা ষষ্ঠ বছরের মতো সূচকের শীর্ষে রয়েছে। উত্তর কোরিয়া সবার নিচে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে নেপাল বাদে সবাই সূচকে পিছিয়েছে। নেপাল বৈশ্বিক র‌্যাঙ্কিংয়ে ৩০ পয়েন্ট এগিয়ে ৭৬তম স্থানে রয়েছে। তালিকায় পাকিস্তান ১৫৭ এবং শ্রীলঙ্কা ১৪৬তম স্থানে রয়েছে। গতবছর পাকিস্তান ১৪৫, শ্রীলঙ্কা ১২৭তম এবং মিয়ানমার ১৪০তম স্থানে ছিল।

বৈশ্বিক মিডিয়া পরিস্থিতির দিকে দৃষ্টি দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ২০তম বিশ্ব সংবাদপত্রের স্বাধীনতা সূচকে তথ্য বিশৃঙ্খলার দ্বারা সৃষ্ট  “মেরুকরণ”-এ দ্বিগুণ বৃদ্ধি দেখা গেছে। অর্থাৎ মিডিয়ার মেরুকরণ দেশগুলোর ভেতরে বিভাজন উসকে দিয়েছে।

 

সূত্রঃ কালের কণ্ঠ