২০০তম টি-টোয়েন্টিতে পাকিস্তানের অবিশ্বাস্য জয়!

সিল্কসিটিনিউজ ডেস্কঃ

প্রথম দল হিসেবে আজ ২০০তম আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলতে নেমেছিল পাকিস্তান। মাইলফলক গড়া সেই ম্যাচের জয়টাও হয়েছে দারুণ রোমাঞ্চকর। ইংল্যান্ডকে ৩ রানে হারিয়ে ৭ ম্যাচের সিরিজে ২-২  সমতা ফেরাল বাবর আজমের দল।

১৬৭ রানের লক্ষ্যে নেমে শেষ ৩ ওভারে ইংল্যান্ডের দরকার ৩৩ রান। অন্যদিকে পাকিস্তানের দরকার ছিল ৩ উইকেট। এমন সমীকরণে পাকিস্তান অধিনায়ক বাবর আজম বল তুলে দেন মোহাম্মদ হাসনাইনের হাতে। কিন্তু হাসনাইনের করা প্রথম ৪ বলেই ম্যাচ থেকে প্রায় ছিটকে যায় পাকিস্তান। ১ ছক্কা ও ৩ চারে, প্রথম ৪ বলেই ১৮ রান তুলে নেন লিয়াম ডসন।

তবে গায়ে আনপ্রেডিক্টেবল তকমা মাখা পাকিস্তানকে কী আর অতো সহজে বোঝা যায়। শেষ ২ ওভারে অবিশ্বাস্য কামব্যাক। হারিস রউফের করা ১৯তম ওভারই পাকিস্তানকে ম্যাচে ফেরায়। ওই ওভারে রউফ দেন মাত্র ৫ রান। ডসনকেও আউট করে।

শেষ ওভারে ইংল্যান্ডের প্রয়োজন ছিল মাত্র ৪। ৬ বল ৪ রান, সেই সমীকরণে মোহাম্মদের ওয়াসিমের জাদুতে ৩ রানের জয় পায় পাকিস্তান।

 

 

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন