১ অক্টোবর থেকে চালু হচ্ছে ওমানের আন্তর্জাতিক ফ্লাইট

স্বাস্থ্যবিধি অনুসরণ করে করোনাকায় বন্ধ হওয়া ফ্লাইট ফের চালু করার ঘোষণা দিয়েছে ওমান।

আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে একথা জানায় উপসাগরীয় রাষ্ট্রের বিমান কর্তৃপক্ষ। বিবৃতিতে আগামী এক অক্টোবর থেকে আন্তর্জাতিক ও আভ্যান্তরীন ফ্লাইট চালু হওয়ার কথা জানানো হয়।

বিবৃতিতে আরো বলা হয়, ‘ওমানের রাজধানী মাস্কাট ও সালালাহ শহরে অতি শিগগির আভ্যন্তরীন বিমানও একই দিন চালু হবে।’ এছাড়া বৈধ ভিসাধারীদের ওমানে ফিরতে পররাষ্ট্রমন্ত্রণালয়ের অনুমোদন জরুরি নয় বলে জানা যায়।

প্রায় ছয় মাস পর বিমান চলাচলের ঘোষণা দেয় ওমান। করোনা মহামারিরোধে গত মার্চ থেকে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ। এতে অনেক প্রবাসী আটকা পড়ে যায়।

ওমানের পররাষ্ট্রমন্ত্রণালয়ের কূটনৈতিক বিষয়ক উপসচিব ও কোভিড-১৯ মোকাবেলা কমিটির সদস্য শেখ খলিফা বিন আলি আল হারুতি জানান, ‘বৈধ ভিসাধারীরা আগামী এক অক্টোবর থেকে মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়াই ওমানে ফিরে আসতে পারবে। তবে তাদের পিসিআর পরীক্ষার মাধ্যমে করোনা নেগেটিভ সার্টিফিকেট প্রদান করতে হবে এবং দুই সপ্তাহ কোয়ারেন্টিনে থাকতে হবে।’

 

সূত্রঃ কালের কণ্ঠ