১৭ জুন থেকে ফের শুরু ইংলিশ প্রিমিয়ার লিগ

তিন সপ্তাহ সময় হাতে নিয়েই ইংলিশ প্রিমিয়ার লিগ ফের শুরু করার বিষয়ে একমত হয়েছে ক্লাবগুলো। বৃহস্পতিবার এক সভায় সিদ্ধান্ত হয়েছে, আগামী ১৭ জুন থেকে আবারও মাঠে গড়াবে লিগ।

গত মার্চের শুরু থেকে করোনাভাইরাসের কারণে ইংলিশ প্রিমিয়ার লিগ বন্ধ আছে। প্রায় তিন মাস বিরতির পর আবারও মাঠে গড়াবে লিগটি।

ইংলিশ গণমাধ্যম ‘ডেইলি মেইল’-এর প্রতিবেদন অনুযায়ী, ১৭ জুন দুটি খেলা অনুষ্ঠিত হবে। ম্যাচগুলো হলো-ম্যানচেস্টার সিটি বনাম আর্সেনাল এবং অ্যাস্টন ভিলা বনাম শেফিল্ড ইউনাইটেড।

এই দুই ম্যাচ অনুষ্ঠিত হলে চার ক্লাবের বাকি দলগুলোর মতো ২৯টি ম্যাচটি করে ম্যাচ শেষ হবে। ২০ ক্লাব তখন সমান সমান ম্যাচ খেলা অবস্থানে পৌঁছবে।

১৯ জুন শুক্রবারও আরেকটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা। তবে পুরো রাউন্ডের ফিক্সচার শুরু হবে মূলত ২০ জুন শনিবার থেকে। বাকি ৯০ ফিক্সচার ছয় সপ্তাহের মধ্যে শেষ করতে হবে। ফিক্সচারে আগস্টের ১-২ তারিখের মধ্যে সাতটি উইকেন্ড (ছুটির দুদিন) পাওয়া যাবে।

প্রতিটি ম্যাচই টেলিভিশনে সরাসরি দেখানো হবে। প্রিমিয়ার লিগ শেষ করার পরের সপ্তাহেই শুরু হবে এফ এ কাপ। ৮ আগস্ট থেকে এই টুর্নামেন্ট শুরু করার শিডিউল নির্ধারণ হয়েছে।