১৪ বছরের অপেক্ষার অবসান, ফ্লিনটফের পর বেন স্টোকস

ওল্ড ট্রাফোর্ডে বেন স্টোকসের অলরাউন্ড পারফরমেন্সে ভর করে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজে সমতা ফিরিয়েছে ইংল্যান্ড।

দুই ইনিংসে ১৭৬ আর অপরাজিত ৭৮ রানের ইনিংস খেলেন এই ব্রিটিশ অলরাউন্ডার। পাশাপাশি গুরুত্বপূর্ণ সময়ে বল হাতে তিন উইকেট তুলে নেন। দুর্দান্ত এই পারফরম্যান্সেরই প্রভাব পড়েছে আইসিসি র‌্যাঙ্কিংয়ে।

ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক জেসন হোল্ডারকে পেছনে ফেলে আইসিসির অলরাউন্ডারদের ক্রমতালিকায় এক নম্বরে চলে এলেন বেন স্টোকস। যার ফলে ১৮ মাস পর অলরাউন্ডারদের তালিকায় এক নম্বর স্থান হারালেন জেসন হোল্ডার।

২০০৬ সালে অ্যান্ড্রু ফ্লিনটফের পর ইংল্যান্ডের কোনও অলরাউন্ডার আবার এক নম্বর হলেন। ৪৯৭ রেটিং পয়েন্ট পেয়ে শীর্ষস্থানে আছেন বেন স্টোকস। ২০০৮ সালে জ্যাক কালিসের পাওয়া ৫১৭ রেটিং পয়েন্ট এর পর টেস্টে কোনও অলরাউন্ডারের এটাই সর্বোচ্চ পয়েন্ট।

 

সুত্রঃ বাংলাদেশ প্রতিদিন