বুধবার , ৩০ মে ২০১৮ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

১৪ নয় ৬ জুনের মধ্যে গার্মেন্টস শ্রমিকের বেতন পরিশোধ করুন

Paris
মে ৩০, ২০১৮ ৮:৩২ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

আগামী ১৪ জুনের মধ্যে শ্রমিকদের বেতন বোনাস পরিশোধ করার নিয়ে শ্রম প্রতিমন্ত্রীর দেয়া বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন শ্রমিক নেতারা। তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, ১৪ জুন নয় ৬ জুন অর্থাৎ ২০ রোজার মধ্যে সকল গার্মেন্টস শ্রমিকের বেতন-বোনাস পরিশোধ করতে হবে। শ্রমিকরা স্বস্তিতে ঈদ ঊদযাপন করতে না পারলে মালিক এবং সরকার স্বস্তিতে ঈদ ঊদযাপন করতে পারবে না।

গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় কমটির সভাপতি আহসান হাবিব বুলবুল ও সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ এক বিবৃতিতে একথা বলেন। তারা বলেন, ঈদ আকস্মিক ভাবে আবির্ভূত কোন ঘটনা না। ঈদ কখন হবে তা পূর্বেই নির্ধারিত থাকে। যেসব মলিক যথাসময়ে শ্রমিকদের ঈদের বোনাস ও বকেয়া বেতন পরিশোধের জন্য প্রস্তুত না থাকে সেসব মালিকের মধ্যে কিছু মালিক কারখানা পরিচালনার অযোগ্য এবং কিছু মালিক শ্রমিকের পাওনা আত্মসাৎ করার পরিকল্পনা থেকেই ঈদের আগে শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধে অক্ষমতা দেখায়।

শ্রম প্রতিমন্ত্রীর বক্তব্য প্রকৃতপক্ষে মালিকদের স্বার্থেই যায়। এই বক্তব্য একদিকে শ্রমিকদের দাবির প্রতি গুরুত্ব না দেয়া অন্যদিকে মালিকদের হীনস্বার্থ চরিতার্থ করার প্রচেষ্টাকে উৎসাহিত করবে।

সর্বশেষ - জাতীয়