১১ শিক্ষাপ্রতিষ্ঠানের পর্ষদে সাংসদ, কেন অবৈধ নয়

সিল্কসিটিনিউজ ডেস্ক:

পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান তালুকদারের নিজ এলাকায় ১১টি শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচালনা পর্ষদে দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট।

 

আজ রোববার এ সংক্রান্ত এক রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও মোহাম্মদ সেলিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

 

একইসঙ্গে এসব দায়িত্ব পালন কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে দুই সপ্তাহের রুল জারি করা হয়েছে। রুলে শিক্ষাসচিব, শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এবং সংসদ সদস্য মাহবুবুর রহমানসহ ২০ জনকে বিবাদী করা হয়েছে।

 

সংসদ সদস্য হয়ে একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে দায়িত্ব পালনে বৈধতা চ্যালেঞ্জ করে গত বৃহস্পতিবার কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান ওরফে শানু মিয়া রিটটি দায়ের করেন।

 

শুনানি শেষে আজ আদালত এই আদেশ দেন। রিটকারীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জাহাঙ্গীর হোসেন।

সূত্র:রাইজিংবিডি