১০ হাজার ফুট উঁচু থেকে তাহসানের ঝাঁপ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

মাস খানেক হলো আকাশেই উড়াউড়ি করছেন সংগীতশিল্পী তাহসান। আর এ উড়াউড়ি কোনও উড়োজাহাজে বা হেলিকপ্টারে চেপে নয়। একেবারে রোমাঞ্চকর এক অভিজ্ঞতা হয়েছে এ শিল্পীর।

গত সপ্তাহে থাইল্যান্ডে গিয়েছিলেন উড়োজাহাজ থেকে ঝাঁপ দিয়ে আকাশে উড়ে বেড়াতে। হ্যাঁ, স্কাই ডাইভিং করেছেন এ তারকা। সেটা ছিল অন্যরকম এক অভিজ্ঞতা। আর এ জন্য গত মাস জুড়ে তাকে প্রস্তুতিও নিতে হয়েছে।
১০ হাজার ফুট উঁচু থেকে তাহসানে ঝাঁপতাহসান বললেন, ‌‘একজন আমাকে পরামর্শ দিলেন, স্কাই ডাইভিংয়ে ১০ হাজার ফুট উপরে উঠে হয়তো মনে হবে ঝাঁপ দেওয়া সম্ভব না। এজন্য আমাকে প্রস্তুতি নিতে নেপালে যেতে বললেন। সেখানে প্যারাসুট ব্যবহার করে প্যারা গ্লাইডিং করে নিতে বলেন তিনি। সেভাবেই প্রস্তুতি নিয়েছি।  তারপর স্কাই ডাইভিং করলাম।’
অক্টোবরে নেপালের সারাংকোটে তাহসান প্যারা গ্লাইডিং করেন। আর চলতি মাসের গত সপ্তাহে থাইল্যান্ডে স্কাই ডাইভিংয়ে অংশ নেন তিনি।
১০ হাজার ফুট উঁচু থেকে তাহসানে ঝাঁপতাহসান ‌‘উই’ নামের একটি মুঠোফোন প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হিসেবে কাজ করছেন। সে প্রতিষ্ঠানটিই তাহসানের জন্য েই আকাশের উড়ার আয়োজন করে।
এ সংগীতশিল্পী আরও জানান, উই মুঠোফোনের গ্রাহকদের জন্য এমন রোমাঞ্চকর আরও অফার দিচ্ছে প্রতিষ্ঠানটি।
তাই নিজেও একটু ঝালিয়ে নিলেন।

সূত্র : বাংলাট্রিবিউন