১০ ডিসেম্বর নিয়ে বিএনপির দিবাস্বপ্ন পূরণ হবে না : কেন্দ্রীয় কৃষক লীগ সম্পাদক স্মৃতি

এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি। ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:

আগামী ১০ ডিসেম্বরকে ঘিরে বিএনপি যে দিবাস্বপ্ন দেখছে তা কোনো দিন পূরণ হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ কৃষক লীগের সাধারণ সম্পাদক এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি। আজ রবিবার (০৪ ডিসেম্বর) দুপুরে রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে রাজশাহী জেলা কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য প্রদানকালে তিনি এই মন্তব্য করেন।

গাইবান্ধা-০৩ (পলাশবাড়ী-সাদুল্যাপুর) আসনের এই সংসদ সদস্য আরও বলেন, ‘বিএনপি নাকি ১০ ডিসেম্বরের পর তাদের হীনস্বার্থ চরিতার্থ করতে দিবাস্বপ্ন দেখছে। কিন্তু তাদের এই দিবাস্বপ্ন কোনোদিন পূরণ হবে না। জননেত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচনের মাধ্যমে আবারো ক্ষমতায় আসবে।’

উম্মে কুলসুম স্মৃতি বলেন, ‘রাজশাহীর বাগমারা বিএনপি-জামায়াতের শাসন আমলে জেএমবির ধ্বংসলীলার কারণে রক্তাক্ত বাগমারা নামে পরিচিত ছিল। কিন্তু আজ সেই রক্তাক্ত বাগমারায় বইছে শান্তির সুবাতাস। আজ আমরা শান্তিপূর্ণভাবে রাজশাহী জেলা কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন করতে পারছি। আজ রাজশাহী জেলা কৃষক লীগের সম্মেলনের মধ্য দিয়ে এখানে শান্তিপূর্ণভাবে একটি কমিটি হচ্ছে। রাজশাহী জেলা কৃষক লীগের এই সম্মেলনের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে।’

রাজশাহ জেলা কৃষক লীগের সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। জেলা কৃষক লীগের আহ্বায়ক অধ্যক্ষ মো. তাজবুল ইসলামের সভাপতিত্বে ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন- কৃষক লীগের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ সমির চন্দ্র। এসময় অন্যদের মধ্যে রাজশাহীর সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জিনাতুন নেসা তালুকদার, সাবেক সংসদ সদস্য ও বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ-বিএমডিএ’র চেয়ারম্যান বেগম আখতার জাহান, রাজশাহী-০৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য প্রফেসর ডা. মো. মনসুর রহমান, রাজশাহী সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আদিবা আঞ্জুম মিতা, রাজশাহী-০৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক, কৃষক লীগের সহ-সভাপতি মো. আব্দুল লতিফ তারিন, সদস্য মো. রবিউল আলম বাবু, আওয়ামী লীগের রাজশাহী জেলার ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার প্রমুথ বক্তব্য রাখেন।

এস/আই