১০ কেজি ওজন ঝরিয়ে অনুশীলনে ফিরলেন মাশরাফি

সিল্কসিটিনিউজ ডেস্ক:

 

বঙ্গবন্ধু টি-টোয়ন্টি কাপে খেলার কথা ছিল সাবেক অধিনাক মাশরাফি বিন মুর্তজার। কিন্তু সমস্যা হয়ে দাঁড়ায় ফিটনেস। করোনা থেকে সুস্থ হয়ে ওঠা মাশরাফির ফিটনস ঠিকঠাক ছিল না। তার সঙ্গে যুক্ত হয়েছিল প্রেসিডেন্টস কাপের আগে ব্যক্তিগত অনুশীলনে পাওয়া চোট। ওজন বেড়ে গিয়েছিল। এবার শোনা যাচ্ছে, শেষদিকে এই টুর্নামেন্টে খেলতে পারেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক। এজন্য নিজেকে ফিট করতে মাশরাফি ১০ কেজি ওজন কমিয়েছেন। চোট থেকে সুস্থ হয়ে ফিরেছেন অনুশীলনে।

চোটের কারণে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের জন্য ফিটনেস টেস্টে অংশ নিতে পারেননি মাশরাফি। ছিলেন না প্লেয়ার্স ড্রাফটেও। আজ মঙ্গলবার মিরপুর অ্যাকাডেমি মাঠে মাশরাফিকে স্কিল অনুশীলন করতে দেখা যায়। দুপুর ১২.১০ মিনিটে অ্যাকাডেমি মাঠে প্রবেশ করে হালকা রানিং করেন। এরপর হাতে তুলে নেন বল। মোটামুটি ৪ ওভার তিনি বোলিং করে যান। এসময় তাকে প্রয়োজনীয় নির্দেশনা দেন বিসিবির ফিটনেস ট্রেনার তুষার কান্তি হাওলাদার

গুঞ্জন আছে, বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের শেষদিকে দল পেতে যাচ্ছেন মাশরাফি। সেই লক্ষ্যে নিজেকে ফিট করছেন তিনি। শরীর থেকে ১০ কেজি ওজন ঝরিয়েছেন। চোটও প্রায় সেরে উঠেছে। গণমাধ্যমকে তুষার কান্তি বলেছেন, ‘মাশরাফি ১০ কেজির মতো (ওজন) কমিয়েছে। আরও কমাবে।ম্যাচ ফিটনেসের ব্যাপারে বলার মত সময় আসেনি। ও এমনিতে বল করেছে। যেভাবে অনুশীলন করছে এভাবে অবশ্যই সে ফিট হয়ে ফিরতে পারবে। টেকনিক নিয়ে তো তার তেমন কোন সমস্যা নাই, সমস্যাটা ফিটনেসে। ও অন্যরকম, ও মাশরাফি। অনেক কিছুই করতে পারে।’

সূত্র: কালেরকন্ঠ