‘হুমকি’ বোধ করছেন আরিয়ান মামলার সাক্ষী, আত্মসমর্পণ করবেন লখনউতে

প্রাইভেট ইনভেস্টিগেটর পরিচয় দানকারী কিরণ গোসাভি, যাঁর শাহরুখপুত্র আরিয়ান খানের সঙ্গে মুম্বাই ক্রুজ জাহাজের অভিযানে প্রকাশিত ছবি এবং ভিডিও প্রশ্ন তুলেছে- এনডিটিভিকে বলেছেন যে তিনি খুব শিগগিরই লখনউতে আত্মসমর্পণ করবেন। ‘আমি আধাঘণ্টার মধ্যে লখনউতে আত্মসমর্পণ করব,’ বলেন তিনি। তাঁকে নিখোঁজ দাবি করে একটি লুকআউট নোটিশ পোস্ট করা হয়েছে বলেও এনডিটিভিকে বলেন তিনি।

মুম্বাইয়ে মামলা দায়ের করা হলে কেন তিনি লখনউতে আত্মসমর্পণ করছেন জানতে চাইলে গোসাভি এনডিটিভিকে বলেন, তিনি ‘হুমকি’ বোধ করছেন।

কে পি গোসাভি ক্রুজ জাহাজ অভিযানের সময় এবং পরে আরিয়ান খানের সঙ্গে এনসিবি অফিসে উপস্থিত ছিলেন। উভয় জায়গায় আরিয়ান খানের সাথে তাঁর সেলফি এবং ভিডিওগুলো মাদকবিরোধী সংস্থার তদন্ত সম্পর্কে প্রশ্ন তোলে। আর এই প্রশ্ন তোলা হয় মহারাষ্ট্রের ক্ষমতাসীন জোট থেকে।

কিরণ গোসাভিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো ‘স্বতন্ত্র সাক্ষী’ বলেছে। তার বিরুদ্ধে ঘুষের অভিযোগ করা হয়েছে। এক ব্যক্তি তার ব্যক্তিগত দেহরক্ষী বলেও দাবি করেন।

 

সূত্রঃ কালের কণ্ঠ