হিলিতে ট্রেন লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ

দিনাজপুরের হিলিতে পঞ্চগড় থেকে ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি লাইনচ্যূত হয়েছে। এতে বন্ধ রয়েছে পার্বতীপুর-সান্তাহারগামী ট্রেন চলাচল। আজ শনিবার বিকেল ৪টার দিকে হিলি-বিরামপুর লাইনের ডাঙ্গাপাড়া রেল স্টেশনের উত্তরে ২৯১ নম্বর ব্রিজের কাছে এ ঘটনা ঘটে।

হিলি স্টেশন মাস্টার রুহুল আমীন কালের কণ্ঠকে জানান, ট্রেনটি বিরামপুর থেকে ছেড়ে এসে ওই স্থানে পৌঁছানোর পর একটি বগির চারটি চাকা লাইন থেকে পড়ে পড়ে যায়। এতে বন্ধ রয়েছে এই রুটে ট্রেন চলাচল। ইতোমধ্যে পার্বতীপুর থেকে উদ্ধারকারী ট্রেন রওনা দিয়েছে। উদ্ধার করার পর ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

তবে এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন বিরামপুর স্টেশন মাস্টার মো. মিজানুর রহমান। তিনি বলেন, শনিবার বিকেলে পার্বতীপুর স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে আসে। বেশ কয়েকদিন আগে ওই স্থানে ট্রেনের লাইনের ব্রিজ সংস্কারের কাজ চলছিল। সেখানে ট্রেনটির গতি কম থাকায় কোনো কারণে ‘ঘ’ বগীর পেছনের দুই চাকা এবং ‘গ’ বগীর সামনের দুই চাকা নিয়ে দুইটি বগির লাইনচ্যুত হয়েছে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

 

সূত্রঃ কালের কণ্ঠ