মঙ্গলবার , ২৭ সেপ্টেম্বর ২০১৬ | ৭ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

হিলারি ট্রাম্প বাকযুদ্ধ শুরু

Paris
সেপ্টেম্বর ২৭, ২০১৬ ৭:৩৩ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

হিলারি ক্লিনটন ও ডনাল্ড ট্রাম্প বাকযুদ্ধ শুরু। হফস্ট্রা বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে শুরু হয়েছে এ বছরের প্রেসিডেন্সিয়াল নির্বাচনের প্রথম ও ঐতিহাসিক বিতর্ক।

 

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম জানাচ্ছে, কোটি কোটি আমেরিকানের পাশাপাশি পুরো বিশ্বের রাজনীতি সচেতন সবার মনোযোগ এখন ‘গ্রেটেস্ট পলিটিক্যাল শো অন আর্থ’ খ্যাত এ বিতর্কযুদ্ধে। এই লড়াইয়েই প্রমাণ হবে হোয়াইট হাউসে ওঠার দৌড়ে যুক্তি-তর্কে এগিয়ে থাকছেন কে।

 

আগামী ৮ নভেম্বরের নির্বাচনকে সামনে রেখে দুই প্রার্থীর মধ্যে হবে ৩ দফা বিতর্ক। বিতর্কে নিজেদের যোগ্যতার কথা দেশবাসী তথা বিশ্ববাসীর কাছে তুলে ধরতে সর্বোচ্চ চেষ্টা থাকবে হিলারি ও ট্রাম্পের। তাদের যুক্তি-তর্ক বিচার-বিশ্লেষণ করেই অনেক ভোটার, বিশেষ করে তরুণরা সিদ্ধান্ত নেবেন।

 

প্রথম বিতর্কের সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করছেন এনবিসি নাইটলি নিউজের উপস্থাপক লেস্টার হল্ট।

 

স্থানীয় সংবাদমাধ্যম জানায়, রাত ৯টার আগ থেকেই টেলিভিশন, স্মার্টফোন ও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোয় চোখ লেগে ছিলো ১০ কোটিরও বেশি আমেরিকানের। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোতে চোখ রয়েছে বিশ্বের রাজনীতি সচেতন কোটি কোটি মানুষেরও।

সূত্র: বাংলা নিউজ

সর্বশেষ - আন্তর্জাতিক