মঙ্গলবার , ২৭ সেপ্টেম্বর ২০১৬ | ৭ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

হিযবুতের প্রধান সমন্বয়কসহ ছয়জনের বিচার শুরু

Paris
সেপ্টেম্বর ২৭, ২০১৬ ১২:৩২ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক: রাজধানীর উত্তরা থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় হিযবুত তাহরীরের প্রধান সমন্বয়ক অধ্যাপক মহিউদ্দিন আহমেদসহ ছয়জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে এ মামলায় তাঁদের বিচার শুরু হয়েছে।

আজ মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা এ অভিযোগ গঠন করেন।

এ বিষয়ে সরকারপক্ষের কৌঁসুলি তাপস কুমার পাল সাংবাদিকদের জানান, এ মামলায় অভিযোগ গঠন করে সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ২৪ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত।

আজ অভিযোগ গঠনের সময় মামলার প্রধান আসামি অধ্যাপক মহিউদ্দিন আহমেদসহ পাঁচজন নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচার প্রত্যাশা করেন। বিচারক তা নাকচ করে অভিযোগ গঠন করেন।

এ মামলার অন্য আসামিরা হলেন—সাইদুর রহমান ওরফে রাজীব, কাজী মোরশেদুল হক ওরফে প্লাবন, এম এ ইউসুফ, তানভীর আহমেদ ও তৌহিদুল আলম চঞ্চল। তৌহিদুল আলম এ মামলায় পলাতক। তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। বাকিরা জামিনে থেকে আদালতে হাজির হন।

হিযবুতের প্রধান সমন্বয়ক মহিউদ্দিন আহমেদ উত্তরা থানার মামলায় ২০১০ সালের ২০ এপ্রিল গ্রেপ্তার হন। পরে তিনি জামিন নেন।

সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আওয়ামী লীগ সরকার ২০০৯ সালের ২২ অক্টোবর হিযবুত তাহরীরকে নিষিদ্ধ ঘোষণা করে। এ সময় থেকে সংগঠনটির প্রধান সমন্বয়কারী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর সহযোগী অধ্যাপক মহিউদ্দিন আহমেদকে পরিবারসহ গ্রিন রোডের বাসায় নজরবন্দি রাখা হয়। পরে উত্তরা থানার একটি মামলায় ২০১০ সালের ২০ এপ্রিল তাঁকে গ্রেপ্তার করা হয়।

একই মামলায় ২১ এপ্রিল সংগঠনটির সেকেন্ড ইন কমান্ড সফ্টওয়্যার ইঞ্জিনিয়ার কাজী মোরশেদুল হককে মোহাম্মদপুরে অবস্থিত চান মিয়া হাউজিংয়ের বাসা থেকে আটক করা হয়।

২০১৩ সালের ৯ ফেব্রুয়ারি পুলিশ পরিদর্শক নুরুল আমীন ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে ছয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। তখন অভিযোগপত্রটি আদালতে দাখিল করা হলেও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় বিচার আটকে ছিল। পরবর্তী সময়ে চলতি বছরের ৬ জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অনুমোদন দেওয়া হয়।

হিযবুত তাহরীর ২০০১ সালে প্রথম ধানমণ্ডিতে একটি সেমিনার আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশে যাত্রা শুরু করে। বিশ্বের অনেক দেশেই এটি নিষিদ্ধ সংগঠন।

সূত্র: এনটিভি অনলাইন

সর্বশেষ - জাতীয়