সিল্কসিটিনিউজ ডেস্ক :
দখলকৃত হাইফা শহরের মেয়র ইয়োনা ইয়াহাভ লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ব্যাপক হামলা অব্যাহত রাখার বিষয়ে অত্যন্ত উদ্বেগ প্রকাশ করেছেন। বলেছেন, হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলায় হাইফা শহর নজিরবিহীনভাবে একটি বড় ধরনের অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হয়েছে।
মঙ্গলবার ইয়োনা ইয়াহাভ জানিয়েছেন, হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলার ফলে হাইফা শহরে স্বাভাবিক জনজীবন স্থবির হয়ে গেছে এবং এখানে সবকিছু থেমে গেছে। এখানে রাস্তাঘাট ফাঁকা এবং দোকানপাট বন্ধ হয়ে পড়েছে। হাইফা অর্থনৈতিকভাবে দুর্বল হলে পুরো ইসরাইলকে তা প্রভাবিত করবে।
ইরানি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ইসরাইলি অধ্যয়ন ও গবেষণা কেন্দ্র আলমাই এ প্রসঙ্গে উল্লেখ করেছে যে, ইসরাইলের অধিকৃত অঞ্চলের গভীরে হিজবুল্লাহর হামলা বৃদ্ধি পেয়েছে। এ ক্ষেত্রে হিজবুল্লাহর ড্রোনগুলাই তাদের ট্রাম্প কার্ড।
আলমাই গবেষণা কেন্দ্র জোর দিয়ে বলেছে যে, গত মাসে হিজবুল্লাহর কার্যক্রমের গতি চারগুণ বেড়েছে এবং একই সময়ে তাদের আক্রমণ ইসরাইলের আরও গভীর অঞ্চলে ছড়িয়ে পড়েছে।
এদিকে হিজবুল্লাহর ক্রমাগত মিসাইল হামলার কারণে অধিকৃত অঞ্চলের উত্তরে বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইসরাইলি মিডিয়া।
মিডিয়াগুলো বলেছে, অধিকৃত উত্তরাঞ্চলে বসবাসকারী ইহুদিরা বিগত মাসগুলো থেকে বাস্তুচ্যুত হয়েছে, তাদের ফিরে আসার কোনো ইচ্ছা নেই।
ইসরাইল সরকারের রিজার্ভ সেনাবাহিনীর কর্নেল ঘাই আমোসি ঘোষণা করেছিলেন যে, দখলকৃত অঞ্চলগুলোকে একটি যুদ্ধক্ষেত্রে রূপান্তরিত করা এবং ইহুদি বসতিগুলোতে বারবার সতর্কীকরণ সাইরেন বাজানোর বিষয়টি এখন ইসরাইলিদের জীবনে একটি স্বাভাবিক প্রক্রিয়া হয়ে উঠছে, যা অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি করেছে।
সূত্র: যুগান্তর