হাসান আজিজুল হক স্যারের বক্তৃতা মন্ত্রমুগ্ধের মতো শুনেছি: মেয়র লিটন

নিজস্ব প্রতিবেদক:

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন বলেছেন, উপমহাদেশের প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের চিন্তা-চেতনা ও দার্শনিক ব্যাপ্তি অনেক গভীর, যেটি দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বব্যাপী ছড়িয়ে গেছে। তিনি বেঁচে থাকা অবস্থায় অনেক প্রবন্ধ, গল্প লিখেছেন। তার বক্তৃতা মন্ত্রমুগ্ধের মতো শুনেছি।’

আজ মঙ্গলবার দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে তার সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পন শেষে এসব কথা বলেন তিনি। পুষ্পস্তবক অর্পণ শেষে তার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন আরো বলেন, ‘হাসান স্যার দেশের কথা, সমাজের কথা অকপটে তার লেখায় বলে দিতেন। তাঁর কর্মকাণ্ড জাগ্রত থাকুক। স্যারের প্রথম মৃত্যুবার্ষিকীতে উনার আত্মার মাগফিরাত কামনা করছি।’

মেয়রের সঙ্গে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার, ছাত্র উপদেষ্টা অধ্যাপক তারেক নূর, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়াসহ ছাত্রলীগের নেতা-কর্মীরা।

এর আগে সকালে বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ বিভিন্ন বিভাগে ও সামাজিক সংগঠন তাঁর সমাধিতে শ্রদ্ধাজ্ঞাপন করেন।

জি/আর