হাসান আজিজুল হকের সাথে এনবিআইইউ’র চেয়ারম্যান-উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক:
সদ্য সুস্থ ও শঙ্কামুক্ত উপমহাদেশের প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (এনবিআইইউ) ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান কথাশিল্পী অধ্যাপক রাশেদা খালেক ও উপাচার্য বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. আবদুল খালেক। রবিবার (১৯ সেপ্টেম্বর) রাজশাহীস্থ বিহাসে তাঁর বাসায় যান এবং শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ-খবর নেন।

এ সময় কথাসাহিত্যিক হাসান আজিজুল হক বলেন, ‘হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার চিকিৎসার ব্যাপারে খোঁজ-খবর নিয়েছেন এবং আর্থিক সহযোগিতা দিয়েছেন। প্রধানমন্ত্রী অনেক ভালো মানুষ।’

প্রসঙ্গত, গত ২১ আগস্ট বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য এবং শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. আবদুল খালেক মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কথাসাহিত্যিক ও সহকর্মী হাসান আজিজুল হকের চিকিৎসার বিষয়ে সার্বিক সহযোগিতা কামনা করে বার্তা পাঠিয়েছিলেন।

জেএ/এফ