হরিণের মাংস-চমড়াসহ দুই শিকারি আটক

সিল্কসিটি নিউজ ডেস্ক:

বাগেরহাটের পূর্ব সুন্দরবনের বনরক্ষীরা লোকালয়ে ও বনে পৃথক দুটি অভিযান চালিয়ে হরিণের মাংস, চামড়া, হরিণ ধরা ফাঁদ ও ইঞ্জিনচালিত ট্রলারসহ দুই শিকারিকে আটক করেছেন। আটক শিকারিদের সোমবার সকালে আদালতে পাঠানো হয়েছে।

আটক দুজন হলেন বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার পদ্মা গ্রামের মো. ইদ্রিস আলী (৪০) ও চর লাঠিমারা গ্রামের মো. নিজাম উদ্দিন (৪৫)।

শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের বনসংলগ্ন পানিরঘাট এলাকায় এবং ডিমের চর এলাকায় একটি ট্রলারে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় হরিণের মাংস, চামড়া, ফাঁদ ও ট্রলারটি জব্দ করা হয়।

বন সুরক্ষায় নিয়োজিত কমিউনিটি প্যাট্রলিং গ্রুপের (সিপিজি) দলনেতা আবুল আসলাম তুহিন বয়াতী ও কচিখালী অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুস ছবুর এসব তথ্য নিশ্চিত করেছেন।

সূত্র: কালের কণ্ঠ