হংকং-সিঙ্গাপুরে ‘ট্রাভেল বাবল’ স্থগিত

এশিয়ার গুরুত্বপূর্ণ দুই অর্থনৈতিক অঞ্চল হংকং-সিঙ্গাপুরের মধ্যে ট্রাভেল বাবল চালুর কথা ছিল রোববার। তবে হংকংয়ে হঠাৎ করেই করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় পিছিয়ে দেয়া হয়েছে এ কার্যক্রম। ট্রাভেল বাবল ব্যবস্থায় দুই পথেই ভ্রমণকারীদের আইসোলেশনে থাকার প্রয়োজন হতো না। এ পদক্ষেপ পিছিয়ে যাওয়া সিঙ্গাপুর-হংকং উভয়েরই ভ্রমণ খাতের ওপর বড় আঘাত বলে মনে করা হচ্ছে।

শনিবার হংকংয়ে নতুন করে ৪৩ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন, যা অঞ্চলটিতে গত তিন মাসের মধ্যে সর্বোচ্চ। নতুন রোগীদের মধ্যে অন্তত ১৩ জনের আক্রান্ত হওয়ার উৎস এখনও অজানা। ফলে শহরটিতে স্থানীয়ভাবে সংক্রমণ বাড়তে পারে বলে ধারণা করা হ হচ্ছে।

হংকংয়ের বাণিজ্যমন্ত্রী এডওয়ার্ড ইয়াও বলেন,  সিদ্ধান্তটি দায়িত্বশীল সিদ্ধান্ত। যেকোনও উদ্যোগ সফল হওয়ার জন্য অবশ্যই জনস্বাস্থ্য সুরক্ষার শর্তগুলো পূরণ করতে হবে এবং উভয়পক্ষই যেন সেটি নিয়ে স্বাচ্ছন্দ্য ও নিরাপদ বোধ করে, তা নিশ্চিত করতে হবে। আগামী ডিসেম্বরের শুরুতে সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করা হবে বলেও জানান তিনি।

ট্রাভেল বাবল নীতি অনুসারে, ভ্রমণকারীকে রওনা  দেয়ার আগে এবং গন্তব্যে পৌঁছানোর পর করোনা টেস্ট করাতে হবে। তবে ভ্রমণের উদ্দেশ্য নিয়ে কোনও বিধিনিষেধ থাকবে না। তবে তাদের নির্ধারিত ফ্লাইটে উঠতে হবে এবং প্রতিদিন এক পথে ২০০ জনের বেশি ভ্রমণ করতে পারবে না।

 

সূত্রঃ কালের কণ্ঠ