‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণের সংগ্রামে সহায়ক

সিল্কসিটি নিউজ ডেস্ক:

১ ফেব্রুয়ারি বাংলাদেশের অন্যতম বহুলপ্রচারিত ও জনপ্রিয় পত্রিকা যুগান্তরের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এর প্রকাশক, সম্পাদকসহ সব সাংবাদিক, রিপোর্টার, পাঠক ও শুভানুধ্যায়ীকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা।

দীর্ঘ দুই যুগের পথচলায় ‘যুগান্তর’ মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী একঝাঁক দেশপ্রেমিক সংবাদকর্মীর শ্রম, মেধা ও দক্ষতায় পাঠকপ্রিয় পত্রিকায় পরিণত হওয়ার পাশাপাশি সংবাদপত্রজগতে এক মহিরুহ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।

আমি বিশ্বাস করি, ‘যুগান্তর’ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ এবং মহান মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধ প্রতিষ্ঠায় দায়িত্বশীল ভূমিকা পালন করবে। একই সঙ্গে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মধ্য দিয়ে সফল রাষ্ট্রনায়ক বঙ্গবন্ধুকন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে অগ্রসরমান উন্নয়ত-সমৃদ্ধ গণতান্ত্রিক প্রগতিশীল ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণের সংগ্রামে সহায়ক অবদান রেখে গণমানুষের আস্থা ও বিশ্বাস অর্জনে সক্ষম হবে।

‘যুগান্তর’-এর উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করছি।

জয় বাংলা, জয় বঙ্গবন্ধু

বাংলাদেশ চিরজীবী হোক।

সূত্র: যুগান্তর