রবিবার , ১৩ মার্চ ২০২২ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

স্মার্ট গ্রিড প্রযুক্তিতে সহযোগিতা করতে আগ্রহী বিশ্বব্যাংক

Paris
মার্চ ১৩, ২০২২ ১০:০৭ অপরাহ্ণ

বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার সর্বশেষ প্রযুক্তি হচ্ছে স্মার্ট গ্রিড। এই স্মার্ট গ্রিড প্রযুক্তিতে বাংলাদেশকে সক্রিয় সহযোগিতা করতে আগ্রহ প্রকাশ করেছেন বিশ্বব্যাংকের আঞ্চলিক পরিচালক গুয়াংঝি চ্যান।

রবিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সঙ্গে তাঁর সচিবালয়ের অফিসকক্ষে সৌজন্য সাক্ষাতে এসে বিশ্বব্যাংকের আঞ্চলিক পরিচালক গুয়াংঝি চ্যান এসব আগ্রহ প্রকাশ করেন। এ ছাড়াও তাঁরা পারস্পারিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন

সাক্ষাত্কালে অন্যান্যের মধ্যে বিশ্বব্যাংকের অপারেশন অ্যাডভাইজার গিসু মোহাদজার, সিনিয়র অপারেশন অফিসার বারবারা উইবার, প্রোগ্রাম লিডার রাজেস রোহাতজি, সিনিয়র এনার্জি স্পেশালিস্ট মোহাম্মদ আনিস উপস্থিত ছিলেন।

বিশ্বব্যাংকের আঞ্চলিক পরিচালক বলেন, ‌জ্বালানি নিরাপত্তা, জ্বালানি দক্ষতা, নবায়নযোগ্য জ্বালানি, আঞ্চলিক বিদ্যুৎ বাজার, জ্বালানি বিনিময়, পলিসি রিফর্ম ইত্যাদি বিষয়ে বিশ্বব্যাংক বাংলাদেশের সঙ্গে কাজ করতে পারে। প্রি-পেইড গ্যাস মিটার বা গ্যাস পাইপলাইন আধুনিকায়ন নিয়েও কাজ করতে আগ্রহ প্রকাশ করেন তিনি।

প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিশ্বব্যাংকের আঞ্চলিক পরিচালককে স্বাগত জানিয়ে বলেন, শতভাগ বিদ্যুৎ অর্জনের পর এবার আমাদের লক্ষ্য ক্লিন এনার্জি। সে জন্য প্রয়োজন দক্ষ মানব সম্পদ এবং স্মার্ট গ্রিড প্রযুক্তি। এ কাজে বাংলাদেশকে সক্রিয় সহযোগিতা করতে আগ্রহী বিশ্বব্যাংক।

উল্লেখ্য, বিশ্বব্যাংকের অর্থায়নে বিদ্যুৎ বিভাগের পাঁচটি প্রকল্প চলমান। আরও কয়েকটি প্রকল্প নিয়ে আলোচনা চলছে। সঞ্চালন নেটওয়ার্ক বর্ধিতকরণ, ভোল্টেজ ও পাওয়ার ফ্যাক্টর উন্নয়ন, জ্বালানি দক্ষতা বৃদ্ধি, পরিষ্কার জ্বালানির অংশ বৃদ্ধি ইত্যাদি বিষয়ে বিশ্বব্যাংকের কাজ করার সুযোগ রয়েছে। ’

 

সূত্রঃ কালের কণ্ঠ

সর্বশেষ - জাতীয়