স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা গ্রহণের দাবি

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: স্বাস্থ্যবিধি মেনে আটকে থাকা পরীক্ষা গ্রহণের দাবি জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি প্রদানের মাধ্যমে তারা এ দাবি জানান।

শিক্ষার্থীরা ‘খুলে গেছে সিনেমা হল, বন্ধ কেন পরীক্ষার হল’, ‘ইন্টার পাসেই জীবন শেষ সেশনজটের বাংলাদেশ’, অতি দ্রুত পরীক্ষা চাই পরীক্ষা ছাড়া উপায় নাই’ লেখা বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

কর্মসূচিতে অংশগ্রহণকারী শিক্ষার্থী মাহবুব হোসেন বলেন, করোনার কারণে কিছু বিভাগের চূড়ান্ত বর্ষের পরীক্ষা আটকে যায়। এমতাবস্থায় দীর্ঘ সেশন জটে পড়তে হয় এসব বিভাগের শিক্ষার্থীদের। সম্প্রতি বিসিএসসহ বেশকিছু সরকারি, বেসরকারি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হলেও আমরা তাতে আবেদন করতে পারছি না। এতে করে আমাদের মধ্যে হতাশা বাড়ছে। তাই স্বাস্থ্যবিধি মেনে আমরা পরীক্ষায় অংশ নিতে চাই। কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী অংশ নেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, আমি শিক্ষার্থীদের স্মারকলিপি গ্রহণ করেছি। তাদের দাবির বিষয়ে ভিসি অধ্যাপক আব্দুস সোবহানকে অবহিত করেছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুতই এ বিষয়ে আলোচনা করে একটা সিদ্ধান্ত নেবে।

উল্লেখ্য, চলতি বছর ১৮ মার্চ করোনা ভাইরাস সংক্রমণের কারণে বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যাওয়ায় বেশকিছু বিভাগের পরীক্ষা আটকে যায়। দীর্ঘদিন পরীক্ষা আটকে থাকায় বিপাকে পড়তে হয় শিক্ষার্থীদের।