স্বামীকে নিয়ে পাকিস্তানের প্যাভিলিয়নে মালালা

আরব আমিরাতের শহর দুবাইয়ে চলছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা দুবাই এক্সপো-২০২০। পৃথিবীর ১৯২টি দেশ এই মেলায় প্যাভিলিয়ন গড়ে তুলেছে।

১ হাজার ৮০ একর জমির ওপর চলমান এই এক্সপোতে আছে পাকিস্তানও।

পাকিস্তানে অধিকারকর্মী ও নারী শিক্ষার অগ্রদূত মালালা ইউসুফজাই সম্প্রতি স্বামী আসার মালিক ও পরিবারের সদস্যদের নিয়ে এই মেলা পরিদর্শনে যান।

পাকিস্তানের জনপ্রিয় গণমাধ্যম জিও টেলিভিশনের খবরে বলা হয়েছে, মালালা ‘পাকিস্তানের লুকানো সম্পদ’ প্রতিপাদ্যের প্যাভিলিয়নে যান। এছাড়া তিনি নারী প্যাভিলিয়নেও পরিদর্শন করেন। একইসঙ্গে মালালা এক্সপোতে  পাকিস্তানি কানাডিয়ান শিল্পীর সৃষ্টিকৃত ‘বিশ্বের সর্ববৃহৎ কোরআন’ প্যাভিলিয়নে ভ্রমণ করেন।

মালালা বলেন, এমন সৃষ্টিশীল ব্যক্তিদের পেয়ে আমরা ভাগ্যবান। প্যাভিলিয়নে অবদান রাখা সবাইকে তিনি ধন্যবাদ প্রদান করেন।

এক্সপোতে ভ্রমণে মালালার যে ছবি প্রকাশ করা হয়েছে তার একটি ছবিতে টিক-ট্যাক টো খেলায় স্বামী আসার মালিককে পরাজিক করার দৃশ্য দেখা যায়।

টুইটারে মালালা মেলা ভ্রমণের ছবি শেয়ার করে লেখেন, পরিবারের সঙ্গে আমি পাকিস্তান এক্সপো-২০২০ এ অংশগ্রহণ করেছি। তিনি পাকিস্তানের সংস্কৃতি ও বিশ্বাস উদযাপন করার কথা জানিয়ে লেখেন, মেলায় ভ্রমণকারীরা সুন্দর দেশ (বিউটিফুল কান্ট্রি) পাকিস্তানকে জেনে উৎসাহী হবে বলেও প্রত্যাশা করেন তিনি।

 

সূত্রঃ যুগান্তর