বৃহস্পতিবার , ৭ সেপ্টেম্বর ২০২৩ | ২রা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

স্বপ্নের পদ্মা সেতুতে চলছে ট্রেন, যা বললেন রেলমন্ত্রী

Paris
সেপ্টেম্বর ৭, ২০২৩ ১:০১ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

পদ্মা সেতুতে পরীক্ষামূলকভাবে ট্রেন চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে পরীক্ষামূলক ট্রেন ছাড়া হয়। এই ট্রেনে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনসহ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা যাত্রী হয়েছেন। ট্রেনটি ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ভাঙ্গা পর্যন্ত ৮২ কিলোমিটার পথ পাড়ি দেবে।

বৃহস্পতিবার রাজধানীর কমলাপুরে ঢাকা রেলওয়ে স্টেশনে পরীক্ষামূলক ট্রেনে ওঠার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন বলেন, পদ্মা সেতু দিয়ে রেল চলাচলের মধ্য দিয়ে দক্ষিণাঞ্চলের মানুষের জীবনযাত্রা সহজ হবে। রেলের নতুন এই রুট চালুর সুফল সারা দেশের মানুষ পাবেন।

এর পর সকাল ১০টা ৭ মিনিটে কমলাপুরের ঢাকা রেলওয়ে স্টেশনের ৭ নম্বর প্ল্যাটফর্ম থেকে পদ্মা সেতুর ওপর দিয়ে ভাঙ্গা রেলওয়ে স্টেশন অভিমুখে যাত্রা শুরু করে।

তিনি বলেন, এ রেললাইন উদ্বোধনের ফলে রেল যোগাযোগব্যবস্থায় এক যুগান্তকারী পরিবর্তন হবে। দক্ষিণাঞ্চলের মানুষের জীবনযাত্রা সহজ হবে। এর সুফল সারা দেশের মানুষ পাবেন।

রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনের সঙ্গে পরীক্ষামূলক ট্রেনযাত্রায় আরও উপস্থিত ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী এনামুল হক শামীম, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খান, জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী প্রমুখ।

সর্বশেষ - জাতীয়