স্প্যানিশ সুপার কাপ জয়ের পথে বার্সেলোনা

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

নতুন মৌসুমের শুরুতে শিরোপার স্বাদ পেতে যাচ্ছে বার্সেলোনা। রোববার স্প্যানিশ সুপার কাপের ফাইনালের প্রথম লেগে সেভিয়াকে ২-০ হারিয়েছে বার্সেলোনা। সেভিয়ার মাঠে একটি করে গোল করেন লুইস সুয়ারেজ ও মুনির এল হাদ্দাদি।

আগামী ১৮ আগস্ট বার্সেলোনার ন্যু ক্যাম্পে দ্বিতীয় লেগ অনুষ্ঠিত হবে। প্রতিপক্ষ মাঠে গোল করায় বাড়তি সুবিধা নিয়ে মাঠে নামতে পারবে কাতালানরা।

নতুন মৌসুম শুরুর আগে লা লিগার চ্যাম্পিয়ন ও কোপা ডেল’র চ্যাম্পিয়ন দল স্প্যানিশ সুপার কাপে মুখোমুখি হয়। গত মৌসুমে স্প্যানিশ লিগের দুটি শিরোপাই জিতে নেয় বার্সেলোনা। এজন্য কোপা ডেল’রের রানার্সআপ হওয়া সেভিয়া সুপার কাপে অংশ নিচ্ছে।

রোববার দুই দলের মুখোমুখি লড়াইয়ের শুরুটা ছিল অগোছালো। বল দখলের লড়াইয়ে বার্সেলোনা এগিয়ে থাকলেও ফরোয়ার্ডদের ব্যর্থতায় গোল আদায় করতে পারছিলেন না। তবে দ্বিতীয়ার্ধে ফিরে কাতালানরা স্বরূপে ফিরে আসে।

৫৪ মিনিটে সেভিয়ার জালে বল পাঠান উরুগুয়ের তারকা লুইস সুয়ারেজ। ডেনিসের দূর্দান্ত ক্লিপে ডি বক্সের ভিতরে বল পান আদ্রা তুরাণ। বক্সের ভিতরে বুক দিয়ে বল সুয়ারেজকে এগিয়ে দেন তুরাণ। ডানপায়ে জোরালো শট নিয়ে দলকে এগিয়ে নিতে একটুও ভুল করেননি সুয়ারেজ।

ম্যাচের ৮১ মিনিটে দ্বিতীয় গোলের স্বাদ পায় বার্সেলোনা। মুনির এল হাদ্দাদি মেসির বাড়ানো পাসে সহজে গোল করে ব্যবধান ২-০ করেন। শেষ পর্যন্ত ২-০ গোলে জয় নিয়ে সেভিয়ার মাঠ ছাড়ে বার্সেলোনা।

 

সূত্র: রাইজিংবিডি