সিল্কসিটিনিউজ ডেস্ক:
স্ত্রী ও পাশের গ্রামের এক তরুণীকে ভারতে পাচার করার ষড়যন্ত্র করেছিলেন স্বামী আবদুর রহমান। কিন্তু বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের বাধার মুখে তা পণ্ড হয়ে যায়। শেষ পর্যন্ত সেই স্বামী ও তার সহযোগীকে পুলিশে সোপর্দ করেছে বিজিবি।
বিজিবির চান্দুড়িয়া কোম্পানি কমান্ডার সুবেদার ফিরোজ হাওলাদার গতকাল শনিবার জানান, তাঁর কাছে গোপন সূত্রে খবর আসে যে আবদুর রহমান দুই নারীকে ভারতে পাচারের লক্ষ্যে কাদপুর গ্রামে নিয়ে এসেছে।
সুবেদার জানান, তাঁর নেতৃত্বে বিজিবির একটি দল কলারোয়ার চন্দনপুর ইউনিয়নের কাদপুর গ্রামের আবদুল কুদ্দুসের বাড়ি ঘিরে ফেলে। এ সময় দুই নারীকে উদ্ধার করেন তাঁরা। তিনি জানান, রাশেদার স্বামী রহমান ও বাড়িওয়ালা আবদুল কুদ্দুস যোগসাজশ করে তাদের ভারতে পাঠিয়ে নারী পাচারকারী দালালদের হাতে তুলে দিচ্ছিল। রহমান এ অভিযোগ বিজিবি কর্মকর্তার সামনে স্বীকারও করেন।
এ সময় বাড়ির মালিক কুদ্দুস ও আবদুর রহমানকে আটক করা হয়।
সূত্র: এনটিভি