স্কুল থেকে ঝরে যাওয়া সেই কিশোরই কয়েকশ কোটির মালিক!

সিল্কসিটি নিউজ ডেস্ক:

মাত্র ১৬ বছর বয়সে স্কুল থেকে ঝরে গিয়েছিলেন তিনি। শেষ করতে পারেননি লেখাপড়া। গাড়ি চালানো শিখে শুরু করেছিলেন অর্থ উপার্জন। সেদিনের সেই ছেলেটিই নিজের চেষ্টায় হলেন কয়েকশ কোটি টাকার মালিক! ব্রিটেনের প্রথম ১০ ধনীর মধ্যে অন্যতম।

ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটেনের ইয়র্কশায়ারের বাসিন্দা স্টিভ পার্কিন মাত্র ১৬ বছর বয়সে পড়াশোনার প্রতি আগ্রহ হারিয়ে স্কুল ছেড়ে দেন। পরিবারের অস্বচ্ছলতার কারণে রোজগারের রাস্তা খুঁজতে শুরু করেন তিনি।

কিন্তু যেহেতু পড়াশোনা শেষ করেননি, তাই ভালো চাকরি পাওয়ার আশা ছেড়ে দেন। ঠিক করেন গাড়ি চালানো শিখবেন।বড় মালবাহী গাড়ি চালানো শিখে প্রথমে চাকরি পান একটি গার্মেন্টস কোম্পানিতে।

পরে ১৯৯২ সালে ক্লিপার নামে অনলাইন জিনিসপত্র বেচাকেনার একটি সংস্থা প্রতিষ্ঠা করেন তিনি।

একটি ভ্যান নিয়ে শুরু করা ক্লিপার থেকে আজ  কয়েকশ কোটির মালিক স্টিভ। ইয়র্কশায়ারের প্রথম ১০ ধনীর এক জন তিনি।

করোনা মহামারির সময়ও স্টিভ জমিয়ে ব্যবসা করেছেন বলে ডেইলি মেইল জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে,  করোনার কারণে যেখানে অধিকাংশ মানুষের ব্যবসায় মন্দা দিয়েছিল, সেখানে স্টিভের সংস্থা তখন ৩৯ শতাংশেরও কিছু বেশি ব্যবসা করেছে।

করোনায় বহু প্রতিষ্ঠান ব্যবসায় মন্দার কারণে কর্মী ছাটাই করলেও স্টিভের প্রতিষ্ঠান  দু’হাজার কর্মী নিয়োগ করেছে।

সূত্র:যুগান্তর