৩ লক্ষ টাকা জরিমানা

সৌন্দর্য্যবর্ধন ক্রীম তৈরি পুঠিয়ায়, চলে পাকিস্তানের নামে!

নিজস্ব প্রতিবেদক:

নাইট কুইন কসমেটিকস নামের একটি তৈরি হচ্ছে রাজশাহীর পুঠিয়ায় কিন্ত মোড়কে লেখা ‘পাকিস্তান’। ফলে ক্রেতারা পাকিস্তানে তৈরি ক্রিম ভেবে চড়া দাম ক্রয় করছেন। ১৫ গ্রামের ক্রিমে আবার ওজনও ঠিকমতো নেই। এসব কারণে উৎপাদনকারী প্রতিষ্ঠান ‘কাফি কসমেটিকস’কে বিভিন্ন অপরাধে ৩ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

জানা গেছে, পণ্যের মোড়কে একরকম উপাদান লেখা আবার প্যাকটের ভিতরে অন্য উপাদান (আলু,লাউ,শষা ইত্যাদি) সম্বলিত ছোট লিফলেট ঢুকিয়ে দিচ্ছে।মোড়কে আরবি, হিন্দি লেখা কিন্তু উৎপাদনকারী প্রতিষ্ঠানও জানে না সেখানে কি লেখা আছে।

জি/আর