‘সৌদি আরব ও ইরানের মধ্যে সম্পর্ক গড়ে উঠলে উপকৃত হবে মুসলিম বিশ্ব’

সৌদি আরব ও ইরানের মধ্যে সম্পর্ক গড়ে উঠলে মুসলিম বিশ্ব উপকৃত হবে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সহকারী এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের পারস্য উপসাগর বিষয়ক মহাপরিচালক আলিরেজা ইনায়েতি। তিনি বলেছেন, প্রতিবেশী সব দেশের সঙ্গে সর্বোচ্চ পর্যায়ের সম্পর্ক ও সহযোগিতা প্রতিষ্ঠাকে তেহরান সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।

আজ শনিবার এতেমাত দৈনিক পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন আলীরেজা এনায়েতি। তিনি বলেন, আমরা মনে করি ইরান এবং সৌদি আরবের মধ্যে সহযোগিতামূলক সম্পর্ক গড়ে উঠলে মুসলিম বিশ্বের বিদ্যমান বিভিন্ন সমস্যার সহজ সমাধান হওয়ার পাশাপাশি আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি পাবে।

দ্বিপক্ষীয় এবং আঞ্চলিক ইস্যুতে ইরান ও সৌদি আরবের মধ্যে আলোচনার ক্ষেত্রে কোনো মধ্যস্থতাকারীর প্রয়োজন নেই বলেও জোর দিয়ে উল্লেখ করেন আলিরেজা ইনায়েতি। উল্লেখ্য, সম্পর্ক পুনপ্রতিষ্ঠা করার লক্ষ্যে ইরান ও সৌদি আরবের প্রতিনিধিরা এ পর্যন্ত তিনবার ইরাকের রাজধানী বাগদাদে মিলিত হয়েছেন।

 

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন