সৌদিতে মসজিদে নামাজ আদায়ে যা করতে হবে ইমাম-মুসল্লিদের

সৌদি আরবে তিন ধাপে লকডাউন ও কারফিউ শিথিল করার ঘোষণা দিয়েছে সরকার। এতে ৩১ মে থেকে পবিত্র মক্কা নগরী ব্যতীত অন্যান্য এলাকার মসজিদে প্রতিদিন পাঁচ ওয়াক্ত এবং জুমার নামাজ আদায়ে সর্ব সাধারণের জন্য খুলে দেয়া হবে। তবে এর জন্য নির্দিষ্ট নিয়ম মানতে হবে মুসল্লিদের।

এর আগে, করোনাভাইরাস সংক্রমণ রোধে গত মার্চের মধ্যবর্তী সময় দেশের সকল মসজিদে নামাজ আদায় স্থগিতাদেশ দিয়েছিল দেশটির সরকার।

নামাজ আদায়ের ক্ষেত্রে যেসব নিয়ম মানতে হবে-

>> আজানের ১৫ মিনিট পূর্বে মসজিদ খুলতে হবে এবং নামাজ শেষ হওয়ার ১০ মিনিট পরে মসজিদ বন্ধ করতে হবে।

>> আযান এবং ইকামার মধ্যবর্তী সময়ে ১০ মিনিটের বেশি অপেক্ষা করা যাবে না।

>> নামাজ শেষ না হওয়া পর্যন্ত দরজা এবং জানালা উন্মুক্ত রাখতে হবে।

>> পবিত্র কোরআন এবং অন্যান্য পুস্তকাদি মসজিদ থেকে অস্থায়ীভাবে সরিয়ে ফেলতে হবে।

>> উপস্থিত মুসল্লিরা একে অপরের মধ্য ২ মিটার দূরত্ব বজায় রেখে নামাজ আদায় করতে হবে।

>> প্রতিটি কাতারের মধ্যে একটি নির্দিষ্ট জায়গা রাখতে হবে।

>> সমস্ত ওয়াটার কুলার এবং রেফ্রিজারেটর বন্ধ রাখতে হবে।

>> মসজিদে পানি বা খাবার বিতরণের অনুমতি দেয়া যাবে না।

>> মসজিদের টয়লেট এবং অজু খানা বন্ধ রাখতে হবে।

জুমার নামাজ আদায়ের নীতিমালা নিম্নরূপ-

>> জুমার দিন নামাজের ২০ মিনিট পূর্বে মসজিদ খুলতে হবে এবং নামাজের ২০ মিনিট পরে বন্ধ করে দিতে হবে।

>> জুমার নামাজের খুতবা ১৫ মিনিটের বেশি হবে না।

ধর্মীয় পাঠ্যক্রম, কর্মসূচি ও ওয়াজ স্থগিত থাকবে। পাশাপাশি মসজিদগুলোতে পবিত্র কোরআন শরিফ হেফজ করার শিক্ষাক্রম বন্ধ থাকবে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত মসজিদের অভ্যন্তরে সকল প্রকারের ওয়াজ দূরত্ব বজায় রেখেও করা যাবে না। বক্তৃতা ও দেয়া যাবে না।

নীতিমালায় আরও উল্লেখ করা হয়েছে, মসজিদের ইমাম ও মুসল্লিরা নিম্নলিখিত সতর্কমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে-

>> ইমাম এবং মুসল্লি সকলে মাস্ক পরিধান করতে হবে।

>> সকলে নিজ নিজ জায়নামাজ সঙ্গে নিয়ে আসতে হবে এবং নামাজ সম্পন্ন করার পর নিয়ে যেতে হবে।

>> ১৫ বছরের কম বয়সী শিশুদের মসজিদে আনা যাবে না।

>> অজু নিজ নিজ বাসস্থান থেকে করে আসতে হবে।

> মসজিদে প্রবেশ এবং বের হওয়ার সময় ভিড় করা যাবে না।

সূত্রঃ জাগো নিউজ