সেলফ আইসোলেশনে ব্রাজিলের প্রেসিডেন্ট

সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশন শেষে দেশে ফিরেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বোলসোনারো। দেশে পা রাখার পরপরই তিনি জানিয়েছেন, আগামী পাঁচদিন সেলফ আইসোলেশনে থাকবেন। খবর বিবিসির।

সম্প্রতি জাতিসংঘের সাধারণ অধিবেশনে গিয়ে করোনায় আক্রান্ত হয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী মার্সেলো কুয়েইরোগা। বর্তমানে তিনি নিউইয়র্কেই আছেন। আগামী কয়েকদিন তাকে সেখানেই কোয়ারেন্টাইনে থাকতে হবে।

স্বাস্থ্যমন্ত্রী করোনায় আক্রান্ত হওয়ায় বোলসোনারোর সঙ্গে যাওয়া প্রায় ৫০ জনের প্রতিনিধি দলের সবাইকে আগামী শনিবার পর্যন্ত বাড়িতেই আইসোলেশনে থাকতে হবে।

এদিকে প্রেসিডেন্ট বোলসোনারো এবং তার প্রতিনিধি দলকে দুই সপ্তাহ কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দিয়েছেন ব্রাজিলের স্বাস্থ্য নিয়ন্ত্রক আনভিসা।

 

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন