শুক্রবার , ২৫ অক্টোবর ২০২৪ | ৯ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

সেমিতে বাংলাদেশের প্রতিপক্ষ ২ ম্যাচে ১৭ গোল করা ভুটান

Paris
অক্টোবর ২৫, ২০২৪ ৯:৫৬ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

নারী সাফ চ্যাম্পিয়নশিপে ভারতকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করা বাংলাদেশের প্রতিপক্ষ চূড়ান্ত হয়েছে। গ্রুপ ‘বি’ এর রানার্সআপ দল ভুটানকে ফাইনালে উঠার ম্যাচে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে সাবিনা খাতুনের দল। এবারের আসরে যরা সবশেষ দুই ম্যাচে প্রতিপক্ষের জালে ১৭ গোল দিয়েছে।

এবারের সাফে বেশ শক্তিশালী দল ভুটান। প্রথম ম্যাচে শক্তিশালী নেপালকে গোল শূন্য গোলে রুখে দেওয়ার পর গ্রুপপর্বের পরের দুই ম্যাচে পেয়েছে দাপুটে জয়। শ্রীলঙ্কার বিপক্ষে ৪-১ গোলে জয়ের পর মালদ্বীপকে ১৩-০ গোলে হারিয়েছে দলটি। অর্থাৎ শেষ দুই ম্যাচে প্রতিপক্ষের জালে ১৭টি গোল দিয়েছে ভুটান।

তিন ম্যাচ শেষে নেপাল ও ভুটানের সমান সাত পয়েন্ট থাকলেও মাত্র এক গোলের ব্যবধানে ভুটান ‘বি’ গ্রুপের রানার্স-আপ হয়। তাতে ফাইনালের পথে বাংলাদেশের সামনে পরে দলটি। অন্যদিকে ‘বি’ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হওয়ায় ফাইনালে যাওয়ার পথে নেপালকে লড়তে হবে ভারতের বিপক্ষে।

ভুটনাকে অবশ্য সবশেষ আসরেও সেমিতে পেয়েছিল বাংলাদেশ। সেবার খুব সহজেই দলটিকে হারিয়েছিল সাবিনার দল। এবার অবশ্য বেশ শক্তিশালী ভুটান। বাংলাদেশ অধিনায়ক তাই ভুটানকে নিয়ে বেশ সাবধানী। তিনি বলেন, ‘প্রতিটি দলই খুবই ভালো এবং আনপ্রেডিক্টেবল। ভুটান আজ মালদ্বীপকে ১৩ গোল দিয়েছে। আমরা নিজেদের সেরাটা খেলে ফাইনালে উঠতে চাই।’

আগামী ২৭ অক্টোবর দুপুরে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ-ভুটান। একই দিন দ্বিতীয় সেমিতে মুখোমুখি হবে স্বাগতিক নেপাল ও ভারত। টুর্নামেন্টের ফাইনাল ৩০ অক্টোবর।

 

সূত্র: যুগান্তর

সর্বশেষ - খেলা