সুস্থ হয়ে উঠেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়

করোনামুক্ত হওয়ার পর থেকেই চিকিৎসায় ভালো সাড়া দিচ্ছেন প্রবীণ অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়।

শনিবার বিকালে বেলভিউ হাসপাতাল জানায়, সৌমিত্র চট্টোপাধ্যায় আগের চেয়ে অনেকটাই সুস্থ।

হাসপাতাল কর্তৃপক্ষ আরও জানায়, বর্ষীয়ান এ অভিনেতার সব অঙ্গপ্রত্যঙ্গ আগের চেয়ে অনেক বেশি সচল। সোডিয়ামের মাত্রাসহ অন্যান্য শারীরিক সুস্থতার মাপকাঠিও পুরোপুরি স্বাভাবিক। সিরিঞ্জ পাম্পের মাধ্যমে পটাশিয়ামের মাত্রা স্বাভাবিক করার চেষ্টাও ফলপ্রসূ হয়েছে।

গত দুদিনে আর জ্বর আসেনি। হাসপাতালের কেবিনে শুয়ে তিনি এ দিন পছন্দের গান শুনেছেন। চোখ মেলে তাকিয়েছেন ও মাঝেমধ্যে কথা বলারও চেষ্টা করেছেন।

তবে এখনও সৌমিত্র কিছুটা তন্দ্রাচ্ছন্ন অবস্থায় রয়েছেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।

কয়েক দিন আগেও প্রতিদিন তাকে ১০ লিটার পর্যন্ত অক্সিজেন দিতে হচ্ছিল। কিন্তু শারীরিক সুস্থতা কিছুটা ফেরায় এখন তা নেমে এসেছে ৪ লিটারে।
তার শরীরে  অক্সিজেন স্যাচুরেশনের মাত্রা এখন ৯৬-৯৮ শতাংশ। এদিনও তার একাধিক শারীরিক পরীক্ষা হয়েছে।

হৃদযন্ত্র, কিডনি, যকৃৎসহ সব অঙ্গপ্রত্যঙ্গই ঠিকঠাক কাজ করছে বলে জানা গেছে।

 

সূত্রঃ যুগান্তর