সুসজ্জিত গাড়িতে রাজশাহীর নয়জন পুলিশ সদস্যের বিদায়

নিজস্ব প্রতিবেদক:


চাকুরীজীবন সমাপ্ত করে পিআরএল (অবসর উত্তর ছুটি) এ যাওয়া সহকর্মী পুলিশ সদস্যদের বিদায় বেলায় জেলা পুলিশের ব্যবস্থাপনায় সুসজ্জিত গাড়িতে করে কর্মস্থল থেকে শেষবারের মতো বাড়ি পৌঁছে দেওয়ার এক অনন্য উদ্যোগ গ্রহণ করেন রাজশাহীর পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার)।


May be an image of 1 person, standing and outdoors


তারই ধারাবাহিকতায় রোববার ১ আগস্ট বেলা ১২ টায় পুলিশ লাইন্সে কর্মজীবন শেষ করে রাজশাহী জেলা পুলিশ থেকে পিআরএল (অবসর উত্তর ছুটি) এ যাওয়া এএসআই (সশস্ত্র ) মো. আব্দুল মান্নান, নায়েক মো. মতিউর রহমান, নায়েক মো. আলাউদ্দিন, নায়েক মো. আব্দুস সালাম, কনস্টেবল মো. আবুল কালাম আজাদ, মো. তসিকুল ইসলাম, কনস্টেবল মো. ইসলাম উদ্দিন, কনস্টেবল মো. মহসীন আলী ও কনস্টেবল মো. ইউনুছ আলীকে আনুষ্ঠানিকতার সাথে সুসজ্জিত গাড়িতে করে বিদায় জানানো হয়। এ সময় তাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

বিদায়ী পুলিশ সদস্যগন তাদের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, বিদায়বেলায় পুলিশ সুপারের উদ্যোগে এমন আনুষ্ঠানিক বিদায়ে আমরা অত্যন্ত গর্বিত ও সম্মানিত । এমন সম্মানজনক বিদায় পেয়ে তারা পুলিশ সুপার মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ।
স/আ