সুরমী রায়ের পূজার গান পেয়েছে প্রশংসা

এবারের দূর্গপূজায় প্রকাশ পায় এই প্রজন্মের কণ্ঠশিল্পী সুরমী রায়ের পূজার গান ‘বলো দূগ্গা মাঈকী’। এটি তার প্রথম মৌলিক গান। জাকির সৈয়দের কথায় গানটির সুর করেছেন সাঈদ হীরা আর সঙ্গীতায়োজনে ছিলেন এম এম পি রনি। গানটির ভিডিও নির্মাণ করেছেন রাজু আহমেদ। বিশেষ আয়োজনের এই গানটিতে অভিনয় করেছেন সামান্তা শিমু, রিয়েলম সাফা খান সহ অনেকে। আছে সুরমী রায়ের উপস্থিতিও। গানটি প্রকাশ করেছে সান প্রডাকশন হাউজ।

গানটি নিয়ে সুরমী রায় বলেন ‌’এটি আমার প্রথম মৌলিক গান। প্রচন্ড ভয়ে ছিলাম। কিন্তু গানটি প্রকাশের পর সবার প্রসংশা আমাকে সাহস জুগিয়েছে। এটি যেহেতু একটি বিশেষ দিবসের গান তাই এটির শ্রোতা দর্শক বিশেষ। খুব শিগগির ভিন্ন ধারার গান নিয়ে হাজির হচ্ছি আবার।

উল্লেখ্য, একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ইরেজিতে অনার্স পড়ুয়া সুরমী রায়ের গানের হাতেখড়ি ছোট বেলা থেকেই। চতুর্থ শ্রেণি থেকে গানের দীক্ষা নেন ওস্তাদ সামাদ খানের কাছ থেকে। এরপর উচ্চঙ্গ সঙ্গীতের তালিম নেন ওস্তাদ রেজোয়ান আলী লাভলুর কাছে থেকে। বর্তমানে তিনি গান এবং পড়াশোনা নিয়েই ব্যস্ত সময় পার করছেন।

 

সূত্রঃ কালের কণ্ঠ