সুযোগ মিসের হতাশায় জয়বঞ্চিত বাংলাদেশ

প্রাপ্ত সুযোগগুলোর অর্ধেক কাজে লাগাতে পারলেও বাংলাদেশ জিততে পারতো অন্তত ৬ গোলের ব্যবধানে। কিন্তু পুরো ম্যাচ একচেটিয়ে প্রাধান্য নিয়ে খেলেও গোলশূন্যভাবে ম্যাচ শেষ করতে হয়েছে বাংলাদেশকে।

হার এড়িয়ে ড্র করে বাংলাদেশের কাছ থেকে পয়েন্ট ছিনিয়ে নিয়েছে নেপালের মেয়েরা।

শনিবার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে গোল করতে না পারার ব্যর্থতায় বাংলাদেশের মেয়েরা ঘরে ফিরেছে এক পয়েন্ট নিয়ে।

মনিকা, মারিয়ারা মাঝমাঠে প্রাধান্য নিয়ে খেলেছেন। নেপালের মেয়েরা একপর্যায়ে পুরোপুরি রক্ষণাত্মক খেলে সফল হয়েছে। বাংলাদেশের মেয়েরা প্রতিপক্ষের ডিফেন্স তছনছ করেও গোল আদায় করতে পারেনি।

উদ্বোধনী ম্যাচে ভুটান ৫-০ গোলে হারিয়েছে শ্রীলংকাকে। পূর্ণ পয়েন্ট নিয়ে ভুটান টেবিলের শীর্ষে অবস্থান করছে।

 

সূত্রঃ জাগো নিউজ