সুপারিগাছ থেকে পড়ে শিশুর মৃত্যু

বরিশালের বাকেরগঞ্জে সুপারিগাছ থেকে পড়ে তাসিন (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার ভরপাশা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কৃষ্ণকাঠী গ্রামে এ ঘটনা ঘটে। তাসিন ওই এলাকার শাহ আলমের ছেলে।

জানা যায়, শিশু তাসিনকে টাকার লোভ দেখিয়ে জোর করে সুপারি পাড়তে গাছে উঠায় প্রতিবেশী নুর মাস্টারের ছেলে নাজিম। ১০-১২টি সুপারিগাছের সুপারি পাড়ার পর ক্লান্ত হয়ে পড়ে তাসিন। তার পরও নাজিম তাকে আরও একটি সুপারি গাছে উঠতে বাধ্য করে। এ সময় ওই গাছে থেকে পড়ে তাসিন আহত হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সন্ধ্যায় সে মারা যায়।

এ ঘটনায় নাজিম প্রভাবশালী মহল ও থানা পুলিশ ম্যানেজ করে লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফন সম্পন্ন করে। তবে নাজিমের দাবি তাসিন তার বাবার গাছ থেকে পড়ে মারা যায়।

এদিকে প্রভাবশালীদের চাপে তাসিনের বাবা ও মা এ বিষয়ে কারও বিরুদ্ধে অভিযোগ দিতে চান না বলে জানান।

বাকেরগঞ্জ থানার ওসি আলাউদ্দিন মিলন জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘনায় একটি অপমৃত্যুর মামলা নেওয়া হয়েছে।

 

সূত্রঃ যুগান্তর