সুন্দরবনে কোস্টগার্ডের অভিযান, বনদস্যুদের অস্ত্র ও নৌকা জব্দ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

 

পশ্চিম সুন্দরবনের তালপট্টিসংলগ্ন খালে অভিযান চালিয়েছে কোস্টগার্ড। অভিযানে বনদস্যুদের ব্যবহৃত একটি পাইপগান ও ডিঙ্গি নৌকা জব্দ করা হয়েছে।

তবে, কোনো বনদস্যু আটক করা যায়নি।

আজ শনিবার (২১ নভেম্বর) সকালে বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোনের গোয়েন্দা কর্মকর্তা সাব লে. এম মমিনুল ইসলাম পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

গোপন গত ১৯ নভেম্বর পশ্চিম সুন্দরবনের তালপট্টিসংলগ্ন খালে অভিযান পরিচালনা করেন কোস্টগার্ডের কৈখালী ক্যাম্পের সদস্যরা। তবে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে বনদস্যু সেলিম ও মাসুম বাহিনীর সদস্যরা বনের ভেতর পালিয়ে যান। এসময় ওই এলাকা থেকে বনদুস্যদের ব্যবহৃত একটি পাইপগান ও ডিঙ্গি নৌকা জব্দ করা হয়।

জব্দ করা পাইপগান ও নৌকা শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে ।

 

সূত্র: কালেরকন্ঠ