শনিবার , ১৮ ফেব্রুয়ারি ২০১৭ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

সুনির্দিষ্ট অভিযোগ পেলে বাবুল আক্তারের বিরুদ্ধে ব্যবস্থা

Paris
ফেব্রুয়ারি ১৮, ২০১৭ ৫:১৭ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যায় জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ পেলে সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

 

আজ শনিবার রাজধানীর তেজগাঁও আদর্শ স্কুল অ্যান্ড কলেজের পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এই কথা জানান।

 

২০১৬ সালের ৫ জুন চট্টগ্রামের জিইসি মোড় এলাকায় বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতুকে হত্যা করে দুর্বৃত্তরা। এরপর সাবেক এসপি বাবুল আক্তার বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। এই হত্যার তদন্ত এরই মধ্যে অনেক দূর এগিয়েছে। তবে এখন পর্যন্ত হত্যাকাণ্ডের সঙ্গে বাবুলের জড়িত থাকার কোনো প্রমাণ পায়নি পুলিশ। তবে সম্প্রতি এনটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে বাবুল আক্তারের শ্বশুর মোশাররফ হোসেন অভিযোগ করেন, বাবুল আক্তারের গতিবিধি সন্দেহজনক মনে হচ্ছে। তাই দিন দিন মিতু হত্যায় তাঁর সংশ্লিষ্টতার বিষয়টি জোরালো হচ্ছে।

 

এই প্রসঙ্গে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘সুনির্দিষ্ট অভিযোগ যখনই আসে, তখনই আমরা ব্যবস্থা নিচ্ছি এবং নিয়ে থাকব এবং আমরা কাউকে ছাড় দিচ্ছি না। সে পুলিশ অফিসার হোক, কিংবা সামরিক অফিসার হোক, কিংবা সে সমাজের উচ্চ পর্যায়ের মানুষ হয়ে থাকুক কিংবা রাজনীতিবিদ হয়ে থাকুক।’

 

অনুষ্ঠানে পদ্মা সেতুর অর্থায়ন বন্ধে যারা ষড়যন্ত্র করেছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘কানাডার সর্বোচ্চ আদালত ঘোষণা করে দিয়েছেন, কোনো দুর্নীতি হয় নাই। কোনো দুর্নীতির প্রচেষ্টাও এখানে হয় নাই। তাহলে প্রশ্ন জাগে, কেন আমাদের প্রকৌশলীরা, কেন আমাদের অন্যান্য, আমাদের সম্মানিত তখনকার মন্ত্রী, কেন এই দুর্নামের ভাগী হলেন?’

 

‘এসবগুলি একটা ষড়যন্ত্র ছিল। আজকে প্রমাণিত হয়েছে। যাক সে সমস্ত কথা। সেগুলো কারা কারা, আমাদের এই ষড়যন্ত্র করেছিলেন, আমরা সব খতিয়ে দেখব।’

সূত্র: এনটিভি

সর্বশেষ - জাতীয়