সুখবর দিলেন মুশফিক

পূর্ণাঙ্গ সিরিজ খেলার উদ্দেশ্যেই জিম্বাবুয়ে সফরে গিয়েছিলেন বাংলাদেশ দলের উইকেটরক্ষক-ব্যাটসম্যান মুশফিকুর রহিম। একমাত্র টেস্টেও অংশ নেন।

কিন্তু ওয়ানডে সিরিজ শুরু আগেই দুঃসংবাদ ভেসে আসে বাংলাদেশ থেকে। প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়েছেন মুশফিকের পরম প্রিয় বাবা-মা।

এমন খবরের পর কি আর ব্যাট চলে? হাতে গ্লোভস উঠে? সফরের মাঝেই দেশে ফেরেন তিনি। দেশবাসীও মুশফিকের বাবা-মায়ের করোনামুক্তির জন্য দোয়া চাইছেন এবং ভালো কোনো সংবাদের অপেক্ষা করছেন।

পবিত্র ঈদুল আজহার দিন সবাইকে ঈদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি সুখবর দিয়েছেন মুশফিক।

তার বাবা-মা এখন সুস্থতার পথেই রয়েছেন বলে জানালেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের অফিসিয়াল পেজে মুশফিক লিখেছেন, ‘আপনাদের সবাইকে ঈদ মোবারক। সবার জন্য আনন্দময় একটি ঈদের দোয়া করছি।’

‘দয়া করে সবাই যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলবেন। কারণ আমাদের দেশ এখনও মহামারির সঙ্গে লড়ছে। আমাদের আশপাশের অসহায়-বঞ্চিত মানুষদের প্রতি দয়াশীল হোন এবং ঈদের আনন্দ ভাগাভাগি করে নিন।’

বাবা-মায়ের স্বাস্থ্যের আপডেট জানিয়ে তিনি লিখেছেন, ‘আরও জানাতে চাই, আল্লাহ্‌র রহমতে আমার বাবা-মা সুস্থতার পথেই রয়েছেন। যারা আমার বাবা-মায়ের খোঁজখবর নিয়েছেন, তাদের জন্য দোয়া করেছেন, প্রত্যেকের প্রতি আমি কৃতজ্ঞ। এটা আমার জন্য অনেক বড় পাওয়া। আমাদের জন্য দোয়া করবেন। ঈদ মোবারক।’

 

সুত্রঃ যুগান্তর