সীমান্তে ড্রাগ ভায়োলেন্স কমাতে নতুন চুক্তিতে সম্মত যুক্তরাষ্ট্র-মেক্সিকো

যুক্তরাষ্ট্র ও মেক্সিকো সীমান্ত মাদক চোরাচালানের আলোচিত রুট। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন মার্কিন প্রশাসন। এবার সীমান্তে ড্রাগ ভায়োলেন্স কমাতে নতুন চুক্তিতে সম্মত হয়েছে দেশ দু’টি। জানা গেছে, মেক্সিকো সিটি সফরে গিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ড্রাগ কার্টেল সংক্রান্ত ভায়োলেন্স কমাতে নতুন চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছেন।

১৩ বছর আগে স্বাক্ষরিত ‘মেরিডা ইনিশিয়েটিভ’ পুনঃনবায়ন ও অন্যান্য দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনার জন্য একদিনের সফরে আজ শুক্রবার মেক্সিকো সিটি পৌঁছেছেন ব্লিংকেন। মেরিডা ইনিশিয়েটিভ অনুযায়ী গত একযুগের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্র মেক্সিকোকে ড্রাগ কার্টেল সংক্রান্ত সংঘর্ষ ও প্রাণহানী কমাতে প্রশিক্ষণ, অস্ত্র সরবারাহসহ সব ধরণের টেকনিক্যাল সাপোর্ট দিয়ে আসছে।

উল্লেখ্য, মেরিডা চুক্তি অনুযায়ী ২০০৮ সাল থেকে এ পর্যন্ত মেক্সিকোকে ৩ বিলিয়ন ডলার অনুদান দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে মেক্সিকো চায় মেরিডা চুক্তি পুনঃনবায়ন না করে নতুন শর্তের ভিত্তিতে নতুন চুক্তি স্বাক্ষর করতে।

 

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন