সিলেটে রানপাহাড়ে চাপা পড়ল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক :

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে চলছে ওয়েস্ট-ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের চার দিনের আনঅফিসিয়াল টেস্ট। আর এই ম্যাচে আজ বুধবার দ্বিতীয় দিন শেষে বড় সংগ্রহ দাঁড় করিয়েছে সফরকারীরা। ৬ উইকেট হারিয়ে ৪১৭ রানে দিন শেষ করেছে চন্দরপলরা।

গতকালের দুই অপরাজিত ব্যাটার আলিক আথানেজ ও তেজনারাইন চন্দরপল দুইজনই আজ মিস করেছেন সেঞ্চুরি। চন্দরপল ৮৩ রানে ও আথানেজকে থামতে হয়েছে ৮৫ রানে। চন্দরপলকে ফেরান টাইগার পেসার মুশফিক হাসান। একই ওভারে ব্র্যান্ডন কিংকেও আউট করে বাংলাদেশ শিবিরে স্বস্তি ফেরান তরুণ এই পেসার।

পরের ওভারেই আবার ক্যারিবিয়ান শিবিরে আঘাত হানেন পেসার রিপন মন্ডল। সফরকারীদের দলীয় সংগ্রহ তখন ৫ উইকেটে ২৮৩ রান। এরপর বাংলাদেশকে দিনের শেষ সফলতা এনে দেন স্পিনার নাঈম হাসান। ইয়ানিক কেপনারকে উইকেটের পেছনে স্টাম্পিংয়ের ফাঁদে ফেলে বাংলাদেশ। ৩১৭ রানে ৬ উইকেট হারায় ক্যারিবিয়ানরা।

এরপরে আর কোনো উইকেট না হারিয়ে কেভিন সিনক্লেয়ার আর জশুয়া ডা সিলভা শতরানের জুটি গড়ে দিন শেষ করেন। ব্যাট হাতে ৭৩ রানে অপরাজিত আছেন জশুয়া ডা সিলভা। অন্য প্রান্তে রয়েছেন ৪৭ রান করা সিনক্লেয়ার।

বাংলাদেশের পক্ষে ৩টি উইকেট নেন মুশফিক হাসান। ১টি করে উইকেট রিপন মন্ডল, নাঈম হাসান ও সাইফ হাসানের।