সিল্কসিটিনিউজ ডেস্ক :
সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে আফগানিস্তানকে ২৪৫ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। ৫৮ রানের মধ্যেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়েছিল টাইগাররা। ৭২তম রানের মাথায় সেই চাপ আরও বাড়ায় চতুর্থ উইকেটের পতন।
তবে টাল হারানো দলটাকে খাদের কিনার থেকে টেনে তুলেছেন মাহমুদউল্লাহ রিয়াদ ও মেহেদী হাসান মিরাজ। তাদের ১৪৫ রানের জুটিতে ভর করেই লড়াকু সংগ্রহ পায় বাংলাদেশ।
মিরাজ ১১৯ বলে ৬৬ রানের ধীর ইনিংস খেলেছেন। তবে রিয়াদ খেলেছেন কিছুটা মারমুখী ভঙ্গিতে। তিনি ইনিংসের শেষ বলে আউট হয়েছেন ৯৮ রানে।
ফাইনাল না হলেও আক্ষরিক অর্থে আজকের ম্যাচটা ‘ফাইনাল।’ আজ যে জিতবে সিরিজ তার। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আগের দুই ম্যাচে ১-১ সমতা। এমন সমীকরণের ম্যাচে টস জিতলেন প্রথমবার অধিনায়কত্বের আর্মব্যান্ড পরা মেহেদী হাসান মিরাজ। টস জিতেই ব্যাট করার সিদ্ধান্ত নিলেন তিনি।
সূত্র: বাংলাদেশ প্রতিদিন