সোমবার , ২২ আগস্ট ২০১৬ | ৭ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

সিরিজে লিড নিলো অজিরা

Paris
আগস্ট ২২, ২০১৬ ৭:৩১ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

শ্রীলঙ্কা সফরে এসে টেস্ট সিরিজে হারের সাথে সাথে সাদা পোশাকের শীর্ষস্থান হারিয়ে ফেলার দগদগে ক্ষত নিয়েই কলম্বোয় ওয়ানডেতে নেমেছিল সফরকারী অস্ট্রেলিয়া। পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে স্বাগতিকদের বিপক্ষে ৩ উইকেটের জয় কিছুটা আনন্দ এনে দিলো অজি শিবিরে।

 

প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কাকে ১৯ বল হাতে রেখে হারিয়েছে স্টিভেন স্মিথের দল। ফলে, ৫ ম্যাচ ওয়ানডে সিরিজে ১-০ তে লিড নিল অজিরা।

 

আগে ব্যাট করা লঙ্কানরা নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২২৭ রান সংগ্রহ করে। জবাবে, ৪৬.৫ ওভারে ৭ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় অস্ট্রেলিয়া।

 

লঙ্কানদের হয়ে ইনিংস সর্বোচ্চ ৮০ রান করেন অপরাজিত থাকা দিনেশ চান্দিমাল। এছাড়া ৬৭ রান আসে কুশল মেন্ডিসের ব্যাট থেকে। দীর্ঘদিন পর জাতীয় দলের হয়ে ওয়ানডেতে নামা দিলশান করেন ২২ রান।

 

অজিদের হয়ে সর্বোচ্চ চারটি উইকেট নেন পেসার জেমস ফকনার। আর তিনটি উইকেট তুলে নেন মিচেল স্টার্ক।

 

২২৮ রানের টার্গেটে নেমে ওপেনার ডেভিড ওয়ার্নার ৮ রান করে বিদায় নিলেও আরেক ওপেনার অ্যারন ফিঞ্চ করেন ৫৬ রান। তিন নম্বরে নামা দলপতি স্মিথের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৫৮ রান। ম্যাথু ওয়েড ২৬ আর জর্জ বেইলি ৩৯ রান করেন।

 

লঙ্কানদের হয়ে তিনটি উইকেট দখল করেন দিলরুয়ান পেরেরা। আর দুটি উইকেট লাভ করেন অভিষিক্ত সান্দাকান।

সূত্র: বাংলা নিউজ

 

সর্বশেষ - খেলা