সিরাজগঞ্জে এক দিনে সর্বোচ্চ ৬৬ জনের করোনা শনাক্ত, মোট ৫৯৭

সিরাজগঞ্জে গত ২৪ ঘণ্টায় ৬৬ জনের শরীরে করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ শনাক্ত হয়েছে। এটি জেলায় এক দিনে সর্বোচ্চসংখ্যক ব্যক্তির করোনা (কোভিড-১৯) শনাক্তের ঘটনা। এ নিয়ে জেলায় করোনায় সংক্রমিত হিসেবে শনাক্ত ব্যক্তির সংখ্যা দাঁড়াল ৫৯৭।

সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান কর্মকর্তা হ‌ুমায়ূন কবির শনিবার বিকেলে এ তথ্য নিশ্চিত করে বলেন, সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে ২৪ ঘণ্টায় ১৮৮ জনের নমুনা পরীক্ষার ফলাফল এসেছে। এর মধ্যে ৬৬ জনের কোভিড ‘পজিটিভ’ শনাক্ত হয়েছে।

নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে সদরে ২৬ জন, শাহজাদপুরে ১৮ জন, বেলকুচিতে ৮ জন, উল্লাপাড়ায় ১২ জন ও চৌহালী উপজেলায় ২ জন রয়েছেন।

হ‌ুমায়ূন কবির জানান, এ নিয়ে জেলায় মোট শনাক্ত ব্যক্তির সংখ্যা দাঁড়াল ৫৯৭। জেলায় এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৮ জনের। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে সুস্থ হয়েছেন ৬৭ জন।

স্বাস্থ্য বিভাগের তথ্য থেকে জানা যায়, জেলায় প্রথম কোভিড রোগী শনাক্ত হয় গত ২০ এপ্রিল। এখন পর্যন্ত আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ৫২০ জন।

সিরাজগঞ্জের সিভিল সার্জন জাহিদুল ইসলাম প্রথম আলোকে জানান, আজ জেলায় সর্বোচ্চসংখ্যক করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ ছাড়া বর্তমানে জেলার নয়টি উপজেলাতেই করোনা রোগী চিকিৎসাধীন রয়েছেন। করোনা শনাক্ত হওয়া বেশির ভাগ রোগীকেই নিজ বাড়িতে আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রথম আলো