সিরাজগঞ্জে র‌্যাবের অভিযানে ভ্রাম্যমাণ আদালতে ৮ জনকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক:সিরাজগঞ্জে র‌্যাবের নিষিদ্ধ পণ্য ও ভেজাল বিরোধী অভিযানে ৮ জনকে অর্থদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারী) দিনব্যাপী এক অভিযান পরিচালনা করে তাদের এ অর্থদন্ড প্রদান করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়,সিরাজগঞ্জ সদর এলাকায় র‌্যাবের একটি দল অভিযান পরিচালনা করে ।এ সময় সময় যৌন উত্তেজক নিষিদ্ধ পণ্য বিক্রয় এবং দূষিত পরিবেশে নিষিদ্ধ কেমিকেল ব্যবহার করে ভেজাল গুড় তৈরীর অভিযোগে ৮ জনকে অর্থদন্ড প্রদান করা হয়।

আদালতটি পরিচালনা করেন ভোক্তা অধিকারের মোবাইল টিমের কর্মকর্তা  সহকারী পরিচালক জনাব মো.মাহমুদ হাসান রনি ।তিনি দূষিত পরিবেশে নিষিদ্ধ কেমিকেল ব্যবহার করে ভেজাল গুড় তৈরীর অভিযোগে ৮০ হাজার টাকা জরিমানা করেন।

অন্যদিকে,আরেকটি অভিযানে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব ফয়সাল আহমেদ,ড্রাগ সুপার জনাব আহসান হাবিবের উপস্থিতিতে যৌন উত্তেজক নিষিদ্ধ পণ্য বিক্রির দায়ে ৬ টি প্রতিষ্ঠানকে ৩৬,০০৫ টাকা জরিমানা করা হয়।

উল্লেখ্য, অভিযানে ২৬৬৭ পিছ যৌন উত্তেজক পণ্য জিনসিন ও প্রায় ৪০০ কেজি ভেজাল গুড় জব্দ করে ধ্বংস করা হয়।

স/জে