সিরাজগঞ্জে পিস্তল-গুলিসহ ডাকাত আটক, গণপিটুনি

সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম মহাসড়কের ঝাঐল ওভার ব্রিজ এলাকা থেকে পিস্তল, গুলি, ম্যাগজিন, মাটরসাইকল ও নগদ টাকাসহ মাহবুব নাম এক ডাকাতকে আটক করেছে পুলিশ।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার অফিসার ইনচার্জ মোসাদ্দেক হোসেন জানান, শুক্রবার (৩০ অক্টোবর) রাত সাড়ে  ৮টার দিক বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার কড্ডার মোড় হতে ঝাঐল ওভার ব্রিজের মাঝামাঝি স্থানে উত্তরবঙ্গগামী মহাসড়কের উপর অস্ত্রশস্ত্র নিয় ডাকাতি করার প্রস্তুতিকালে সেখানে পুলিশের একটি দল উপস্থিত হলে ডাকাত দলটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় জনতা এক ডাকাতকে ধরে গণপিটুনি শুরু করলে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

আটক ডাকাতের নাম মাহবুব হোসেন (৩৬)। তিনি কামারখন্দ থানার লাহিড়ীবাড়ী গ্রামের চাঁন খার ছেলে। এ সময় তার নিকট থেকে  ১টি পিস্তল, ২ রাউন্ড গুলি, ১টি ম্যাগাজিন, ১টি রেজিস্ট্রশনবিহীন পালসার মোটরসাইকেল ও ডাকাতিকরা নগদ ৮ হাজার টাকা উদ্ধার করা হয়।

গণপিটুনিত মাহবুবের শারীরিক অবস্হার অবনতি হলে তাকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এ ব্যাপারে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় দু’টি  মামলা করা হয়েছে।

 

সূত্রঃ কালের কণ্ঠ